নিউইয়র্ক ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইস্পাত উৎপাদনে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৪ বার পঠিত

ইস্পাত উৎপাদনে অনেক কার্বন ডাই-অক্সাইডের নির্গমন ঘটে৷ ভবিষ্যতে এই শিল্প কয়লা বা জ্বালানি তেল পোড়ানোর চেয়ে সৌরশক্তি ব্যবহারের দিকে মনোযোগী হতে পারে৷ সুইজারল্যান্ডে একদল গবেষক সেই লক্ষ্যে ‘থার্মাল ট্র্যাপস’ তৈরি করছেন৷ ইস্পাত উৎপাদনে দেড় হাজার ডিগ্রি সিলসিয়াসের বেশি তাপমাত্রা দরকার হয়৷ এই উত্তাপ পেতে এতকাল তেল এবং গ্যাস পোড়ানো হতো৷

সুইস পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ইপিএফএল এক বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে৷ সোফিয়া হাউস্যেনার বিশ্বাস করেন ভবিষ্যতে ইস্পাত শিল্পের উত্তাপের উৎস হবে সৌরশক্তি৷ তিনি এক প্যারাবোলিক প্রতিফলক তৈরি করেছেন, যা সূর্যের তাপ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করতে পারে৷ ইপিএফএল ল্যোসানের নবায়নযোগ্য জ্বালানি অধ্যাপক সোফিয়া হাউস্যেনার বলেন, ‘‘আমি বলবো সম্ভাবনা অনেক, কারণ, নবায়নযোগ্য উৎস থেকে উচ্চ উত্তাপ তৈরির খুব বেশি বিকল্প নেই৷”

সৌরশক্তির ব্যবহার কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাবে :
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সৌরশক্তি ব্যবহার করলে ইস্পাত খাতের কার্বন ডাই অক্সাইড নির্গমন অনেক কমবে৷ বছরে সেটা সাড়ে সাত গিগাটনের মতো৷ বর্তমানে এই পরিমাণ গ্যাস নির্গত হয় ইস্পাত শিল্প থেকে৷ বিশ্বের সব শিল্প যে পরিমান কার্বন ডাই অক্সাইড নির্গমন করে তার ৩০ শতাংশের দায় ইস্পাত শিল্পের৷ সুইস মডেলে প্যারাবোলিক প্রতিফলক দিয়ে সংগ্রহ করা সূর্যের আলোকে ১০০০ গুণ কেন্দ্রীভূত করা হয়৷ ইস্পাত উৎপাদনের জন্য কয়েক হাজার আয়না একত্রে সাজিয়ে পর্যাপ্ত সূর্যের আলো সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে তাপ-শোষণকারী উপাদানের উপর ফেলতে হবে৷ এরপর সেই উত্তপ্ত উপাদান ইস্পাত শিল্পের মারুত চুল্লিতে ব্যবহার করতে হবে৷ এরপর কারখানা এখনো অবশ্য তৈরি হয়নি৷ তবে এরকম আয়নার বিন্যাস আছে৷ ছোটখাটো একটি ইস্পাত কারখানার জন্য প্রয়োজনীয় উত্তাপ সংগ্রহে চারটি ফুটবল মাঠের সমান জায়গায় এভাবে আয়না বসাতে হবে৷

সহায়তা করবে ‘থার্মাল ট্র্যাপ’ :
তবে এক্ষেত্রেও এক বিকল্প নিয়ে গবেষণা হচ্ছে যা জায়গার পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে৷ ইঞ্জিনিয়ার এমিলিয়ানো কাসাতি ‘থার্মাল ট্র্যাপ’ তৈরি করেছেন৷ এটি কোয়ার্টজ সিলিন্ডারের চেয়ে একটু বেশি কিছু৷ ইটিএইচ জ্যুরিখের জ্বালানি এবং প্রক্রিয়া ব্যবস্থা প্রকৌশলী এমিলিয়ানো কাসাতি বলেন, ‘‘এখানে আমাদের থার্মাল ট্রাপ সেটআপ রয়েছে৷ আমাদের রয়েছে কোয়ার্টজ রড, ত্রিশ সেন্টিমিটার সলিড কোয়ার্টজ৷”

কেন্দ্রীভূত সূর্যের আলো, এখানে যেটিকে স্পটলাইট দিয়ে বোঝানো হয়েছে, সরাসরি থার্মাল ট্রাপে পাঠানা হচ্ছে এবং তা বাধাহীনভাবে কোয়ার্টজের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ ট্রাপের অন্য অংশে আলো একটি তাপ-শোষণকারী উপাদানঅবধি পৌঁছায়৷ এটি শক্তি ছড়িয়ে দিতে চায় কিন্তু কোয়ার্টজ উত্তাপ বাইরে বের হতে দেয় না৷ ফলে উপাদানটি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং দ্রুতই সেটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে৷

প্রচলিত আয়না ব্যবস্থায় সহজেই থার্মাল ট্র্যাপ যুক্ত করা যাবে বলে জানান এমিলিয়ানো কাসাতি যা সেগুলোর তাপ উৎপাদন দ্বিগুণ করবে৷ ইস্পাত শিল্পের জন্য এই প্রোটাটাইপের বড় সংস্করণ তৈরি সম্ভব৷ ইটিএইচ জ্যুরিখের জ্বালানি এবং প্রক্রিয়া ব্যবস্থা প্রকৌশলী এমিলিয়ানো কাসাতি বলেন, ‘‘কী পরিমান তাপশক্তি আপনি সরবরাহ করতে চান সেটা শুধুমাত্র স্কেলের ব্যাপার৷ সুতরাং আপনি এটাকে এক হাজার গুণ বড় করতে পারেন এবং তখন এক হাজার গুণ বেশি বা তারও বেশি জ্বালানি পাবেন৷” ইস্পাত শিল্পের জন্য ব্যাপারটা চমকপ্রদ৷ কারণ, এই খাত তেল এবং গ্যাসের বিকল্প সাশ্রয়ী এবং টেকসই জ্বালানির উৎস খুঁজছে৷ থার্মাল ট্রাপ কি অর্থনৈতিকভাবে সুবিধাজনক হবে? সোফিয়া হাউস্যেনার বলেন, ‘‘আপনি যদি সৌরশক্তির উৎস ব্যবহার করতে চান তাহলে পুরো প্রক্রিয়া সংস্কার করতে হবে এবং বিনিয়োগ করতে হবে৷ এজন্য পাঁচ থেকে দশ বছর লাগবে৷”

প্রশ্ন হচ্ছে, কিছু অঞ্চলে কি সৌরশক্তি চালিত মারুত চুল্লি অন্য অঞ্চলের তুলনায় বেশি কার্যকর হবে?
এমিলিয়ানো কাসাতি বলেন, ‘‘সুইজারল্যান্ডের চেয়ে অ্যারিজোনার মরুভূমিতে এভাবে তিন থেকে চারগুণ বেশি জ্বালানি উৎপাদন করা যাবে৷” সোফিয়া হাউস্যেনার মনে করেন, ‘‘একারণে আমরা নিশ্চিতভাবে এমন সব দেশে অনেক উৎপাদন করতে চাই যেখানে অনেক সৌরশক্তি আছে৷” যদিও অ্যারিজোনার চেয়ে ইউরোপে সূর্যের আলো কম পাওয়া যায়, তা সত্ত্বেও এখানে কার্বন ডাই-অক্সাইডমুক্ত ইস্পাতউৎপাদন সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা৷ সূত্র : ভেনডোলিন শ্যোনফেল্ড

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইস্পাত উৎপাদনে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগ

প্রকাশের সময় : ০১:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ইস্পাত উৎপাদনে অনেক কার্বন ডাই-অক্সাইডের নির্গমন ঘটে৷ ভবিষ্যতে এই শিল্প কয়লা বা জ্বালানি তেল পোড়ানোর চেয়ে সৌরশক্তি ব্যবহারের দিকে মনোযোগী হতে পারে৷ সুইজারল্যান্ডে একদল গবেষক সেই লক্ষ্যে ‘থার্মাল ট্র্যাপস’ তৈরি করছেন৷ ইস্পাত উৎপাদনে দেড় হাজার ডিগ্রি সিলসিয়াসের বেশি তাপমাত্রা দরকার হয়৷ এই উত্তাপ পেতে এতকাল তেল এবং গ্যাস পোড়ানো হতো৷

সুইস পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ইপিএফএল এক বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে৷ সোফিয়া হাউস্যেনার বিশ্বাস করেন ভবিষ্যতে ইস্পাত শিল্পের উত্তাপের উৎস হবে সৌরশক্তি৷ তিনি এক প্যারাবোলিক প্রতিফলক তৈরি করেছেন, যা সূর্যের তাপ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করতে পারে৷ ইপিএফএল ল্যোসানের নবায়নযোগ্য জ্বালানি অধ্যাপক সোফিয়া হাউস্যেনার বলেন, ‘‘আমি বলবো সম্ভাবনা অনেক, কারণ, নবায়নযোগ্য উৎস থেকে উচ্চ উত্তাপ তৈরির খুব বেশি বিকল্প নেই৷”

সৌরশক্তির ব্যবহার কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাবে :
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সৌরশক্তি ব্যবহার করলে ইস্পাত খাতের কার্বন ডাই অক্সাইড নির্গমন অনেক কমবে৷ বছরে সেটা সাড়ে সাত গিগাটনের মতো৷ বর্তমানে এই পরিমাণ গ্যাস নির্গত হয় ইস্পাত শিল্প থেকে৷ বিশ্বের সব শিল্প যে পরিমান কার্বন ডাই অক্সাইড নির্গমন করে তার ৩০ শতাংশের দায় ইস্পাত শিল্পের৷ সুইস মডেলে প্যারাবোলিক প্রতিফলক দিয়ে সংগ্রহ করা সূর্যের আলোকে ১০০০ গুণ কেন্দ্রীভূত করা হয়৷ ইস্পাত উৎপাদনের জন্য কয়েক হাজার আয়না একত্রে সাজিয়ে পর্যাপ্ত সূর্যের আলো সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে তাপ-শোষণকারী উপাদানের উপর ফেলতে হবে৷ এরপর সেই উত্তপ্ত উপাদান ইস্পাত শিল্পের মারুত চুল্লিতে ব্যবহার করতে হবে৷ এরপর কারখানা এখনো অবশ্য তৈরি হয়নি৷ তবে এরকম আয়নার বিন্যাস আছে৷ ছোটখাটো একটি ইস্পাত কারখানার জন্য প্রয়োজনীয় উত্তাপ সংগ্রহে চারটি ফুটবল মাঠের সমান জায়গায় এভাবে আয়না বসাতে হবে৷

সহায়তা করবে ‘থার্মাল ট্র্যাপ’ :
তবে এক্ষেত্রেও এক বিকল্প নিয়ে গবেষণা হচ্ছে যা জায়গার পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে৷ ইঞ্জিনিয়ার এমিলিয়ানো কাসাতি ‘থার্মাল ট্র্যাপ’ তৈরি করেছেন৷ এটি কোয়ার্টজ সিলিন্ডারের চেয়ে একটু বেশি কিছু৷ ইটিএইচ জ্যুরিখের জ্বালানি এবং প্রক্রিয়া ব্যবস্থা প্রকৌশলী এমিলিয়ানো কাসাতি বলেন, ‘‘এখানে আমাদের থার্মাল ট্রাপ সেটআপ রয়েছে৷ আমাদের রয়েছে কোয়ার্টজ রড, ত্রিশ সেন্টিমিটার সলিড কোয়ার্টজ৷”

কেন্দ্রীভূত সূর্যের আলো, এখানে যেটিকে স্পটলাইট দিয়ে বোঝানো হয়েছে, সরাসরি থার্মাল ট্রাপে পাঠানা হচ্ছে এবং তা বাধাহীনভাবে কোয়ার্টজের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ ট্রাপের অন্য অংশে আলো একটি তাপ-শোষণকারী উপাদানঅবধি পৌঁছায়৷ এটি শক্তি ছড়িয়ে দিতে চায় কিন্তু কোয়ার্টজ উত্তাপ বাইরে বের হতে দেয় না৷ ফলে উপাদানটি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং দ্রুতই সেটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে৷

প্রচলিত আয়না ব্যবস্থায় সহজেই থার্মাল ট্র্যাপ যুক্ত করা যাবে বলে জানান এমিলিয়ানো কাসাতি যা সেগুলোর তাপ উৎপাদন দ্বিগুণ করবে৷ ইস্পাত শিল্পের জন্য এই প্রোটাটাইপের বড় সংস্করণ তৈরি সম্ভব৷ ইটিএইচ জ্যুরিখের জ্বালানি এবং প্রক্রিয়া ব্যবস্থা প্রকৌশলী এমিলিয়ানো কাসাতি বলেন, ‘‘কী পরিমান তাপশক্তি আপনি সরবরাহ করতে চান সেটা শুধুমাত্র স্কেলের ব্যাপার৷ সুতরাং আপনি এটাকে এক হাজার গুণ বড় করতে পারেন এবং তখন এক হাজার গুণ বেশি বা তারও বেশি জ্বালানি পাবেন৷” ইস্পাত শিল্পের জন্য ব্যাপারটা চমকপ্রদ৷ কারণ, এই খাত তেল এবং গ্যাসের বিকল্প সাশ্রয়ী এবং টেকসই জ্বালানির উৎস খুঁজছে৷ থার্মাল ট্রাপ কি অর্থনৈতিকভাবে সুবিধাজনক হবে? সোফিয়া হাউস্যেনার বলেন, ‘‘আপনি যদি সৌরশক্তির উৎস ব্যবহার করতে চান তাহলে পুরো প্রক্রিয়া সংস্কার করতে হবে এবং বিনিয়োগ করতে হবে৷ এজন্য পাঁচ থেকে দশ বছর লাগবে৷”

প্রশ্ন হচ্ছে, কিছু অঞ্চলে কি সৌরশক্তি চালিত মারুত চুল্লি অন্য অঞ্চলের তুলনায় বেশি কার্যকর হবে?
এমিলিয়ানো কাসাতি বলেন, ‘‘সুইজারল্যান্ডের চেয়ে অ্যারিজোনার মরুভূমিতে এভাবে তিন থেকে চারগুণ বেশি জ্বালানি উৎপাদন করা যাবে৷” সোফিয়া হাউস্যেনার মনে করেন, ‘‘একারণে আমরা নিশ্চিতভাবে এমন সব দেশে অনেক উৎপাদন করতে চাই যেখানে অনেক সৌরশক্তি আছে৷” যদিও অ্যারিজোনার চেয়ে ইউরোপে সূর্যের আলো কম পাওয়া যায়, তা সত্ত্বেও এখানে কার্বন ডাই-অক্সাইডমুক্ত ইস্পাতউৎপাদন সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা৷ সূত্র : ভেনডোলিন শ্যোনফেল্ড