পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা
কথিত বাংলাদেশি অনুপ্রবেশ ঘিরে ভারতীয় গোয়েন্দা সংস্থার হুঁশিয়ারি
- প্রকাশের সময় : ১০:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৪৫ বার পঠিত
পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার আয়োজনকে কাজে লাগিয়ে এবার নদীপথে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ছক কষা হচ্ছে বলে সতর্ক করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। একে আমলে নিয়ে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কড়া চিঠি দিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে। সেই চিঠি পাওয়ার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে সুন্দরবন জেলা পুলিশ বিভাগ। মোতায়েন করা হয়েছে ১২ হাজারের বেশি পুলিশ সদস্য। কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। জলপথে সুরক্ষা নিশ্চিতে বঙ্গোপসাগরসহ সুন্দরবন উপকূলে টহল বাড়িয়েছে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিএসএফ।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সোমবার (৫ জানুয়ারি) ওই অঞ্চলে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে পৌষ সংক্রান্তিতে প্রতি বছর এই মেলা ও ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। পূণ্যস্নান করেন লাখ লাখ পূণ্যার্থী। হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয়ে থাকে গঙ্গাসাগর। আগামী ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। সূত্র : বাংলাভিশন।