ভারত কখনো নিরপেক্ষ নয়: মোদি
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৩:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৮৬ বার পঠিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন যখন বিভিন্ন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে, তখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্যের সম্পর্কে অটল ভারত। এরইমধ্যে রুশ সফরে পুতিনের সঙ্গে একান্তে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিশেষ বৈঠকে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠক চলে। ওই বৈঠকে ভারত চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরুক, এমনটাই বার্তা দিয়েছেন মোদি। খবর আনন্দবাজারের।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাশিয়ার প্রতিপক্ষ দেশ ইউক্রেন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাঁধেও হাত রেখে তিনি জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ভারত কোনো পক্ষ নেয়নি। তবে তারা নিরপেক্ষও ছিল না। ভারত বরাবর শান্তির পক্ষে ছিল এবং তা-ই থাকবে।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বিশেষ বৈঠক ছিল মোদির। প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠক চলে। মোদি ওই বৈঠকে জেলেনস্কিকে জানিয়েছেন, ভারত চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরুক। একই সঙ্গে বিবদমান দুই দেশ পরস্পরের সঙ্গে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে এই বিবাদ মিটিয়ে ফেলার পরামর্শও দিয়েছেন তিনি।
বৈঠকের পর মোদি বলেন, আমি এটা নিশ্চিত ভাবে বলছি, মানবিকতার দিক থেকে ভারতের কাছে আপনারা যে সাহায্যই চাইবেন, তা আপনাদের পাশে দাঁড়িয়ে মেটাবে ভারত। বলতে পারেন, এ ব্যাপারে দু’কদম এগিয়েই থাকবে। একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ঐক্যকেও ভারত সমর্থন করে বলে জানিয়েছেন মোদি। তিনি বলেন, আশা করব এ ব্যাপারে প্রত্যেক দেশই রাষ্ট্রের নিয়মনীতি মেনে চলবে।
মোদির এই সফর এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সূত্র: সাম্প্রতিক দেশকাল।