পাকিস্তানি নাগরিক গুপ্তহত্যার অভিযোগ অস্বীকার করল ভারত
- প্রকাশের সময় : ১১:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ৪২ বার পঠিত
দু্ই পাকিস্তানি নাগরিককে গুপ্তহত্যার অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার ইসলামাবাদ জানায়, দুটি হত্যাকাণ্ড এবং ভারতীয় এজেন্টদের মধ্যে সংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সেপ্টেম্বরে রাওয়ালকোট শহরে মোহাম্মদ রিয়াজ নামে এক ব্যক্তি নিহত হন, আর অক্টোবরে শিয়ালকোট শহরে শহীদ লতিফ নিহত হন। তাদের একজন মসজিদে নামাজরত অবস্থায় এবং আরেকজন বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পাকিস্তানের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে ভারতীয় এজেন্টরা।
পররাষ্ট্র সচিব মুহাম্মদ সাইরাস কাজি এসব হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থনৈতিক ও ফরেনসিক প্রমাণ আছে যে, ওই দুই হত্যাকাণ্ডে দুই ভারতীয় এজেন্টের সম্পৃক্ততা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পাকিস্তানের অভিযোগের তীব্র সমালোচনা করে জানায়, এটি ভারতবিরোধী প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। ভারত এই দাবিকে প্রত্যাখ্যান করে। সূত্র : আমাদের সময়।