নিউইয়র্ক ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাতের অন্ধকারে মাছেদের শীৎকারে ছড়াল আতঙ্ক!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৪৩ বার পঠিত

শীতের কনকনে রাত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে অঞ্চলে আচমকাই অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগল। একদল বন্ধুর কার্যত পিলে চমকে উঠল যা শুনে। কোথা থেকে আসছে এমন রহস্যময় শব্দ? ভিনগ্রহের প্রাণীরা কি নেমেছে সমুদ্রগর্ভে? নাকি কাছাকাছি অবস্থিত সেনা ছাউনিতে চলছে কোনও গোপন অপারেশন? নানা জনের মত।

তবে বিজ্ঞানীরা যা বলছেন, তা আরও বিচিত্র। ওই শব্দ আসলে কিছুই নয়, মাছেদের শীৎকার! এক মার্কিন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্রের তলায় লাগানো হয়েছে মাইক্রোফোন। আর তাতেই ধরা পড়েছে অমন সব পিলে চমকে দেয়া শব্দ! মাছ-ধ্বনি বিশেষজ্ঞ জেমস লোকাসি, যিনি সারাসোটায় মেরিন ল্যাবরেটরি অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে কাজ করেন, তিনি ওই মাইক্রোফোন লাগিয়েছেন। এবং তিনি নিঃসংশয়, ওই শব্দ আসলে মাছদের প্রজননকালীন শব্দ।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেমস জানিয়েছেন, শব্দের মাত্রা ছিল সর্বোচ্চ ১৬৫ ওয়াটার ডেসিবেল। ব্ল্যাক ড্রাম মাছেরা শীতকালীন প্রজনন ঋতুতে মিলিত হওয়ার ফলেই ওই শব্দ নির্গত হয়েছে। আওয়াজ নাকি এতই জোরে হচ্ছিল, অনেকে বাড়ি থেকে বেরিয়ে এসে বোঝার চেষ্টা করছিলেন শব্দের উৎস কী।

রাতের অন্ধকারে ভেসে আসা আশ্চর্য শব্দ ঘিরে যে সব বিচিত্র গুঞ্জন শোনা গিয়েছে, তার উল্লেখ করতে গিয়ে হেসে ফেলে তিনি জানাচ্ছেন, ‘এটা একেবারে শহুরে রহস্যময় কিংবদন্তি হয়ে উঠতে শুরু করেছে। নানা জন নানা কথা বলছেন। আর সোশাল মিডিয়া তো তুলনাহীন! কত রকম কথা যে লোকে বলছে।’সূত্র:ইনকিলাব

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাতের অন্ধকারে মাছেদের শীৎকারে ছড়াল আতঙ্ক!

প্রকাশের সময় : ০৬:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

শীতের কনকনে রাত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে অঞ্চলে আচমকাই অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগল। একদল বন্ধুর কার্যত পিলে চমকে উঠল যা শুনে। কোথা থেকে আসছে এমন রহস্যময় শব্দ? ভিনগ্রহের প্রাণীরা কি নেমেছে সমুদ্রগর্ভে? নাকি কাছাকাছি অবস্থিত সেনা ছাউনিতে চলছে কোনও গোপন অপারেশন? নানা জনের মত।

তবে বিজ্ঞানীরা যা বলছেন, তা আরও বিচিত্র। ওই শব্দ আসলে কিছুই নয়, মাছেদের শীৎকার! এক মার্কিন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্রের তলায় লাগানো হয়েছে মাইক্রোফোন। আর তাতেই ধরা পড়েছে অমন সব পিলে চমকে দেয়া শব্দ! মাছ-ধ্বনি বিশেষজ্ঞ জেমস লোকাসি, যিনি সারাসোটায় মেরিন ল্যাবরেটরি অ্যান্ড অ্যাকোয়ারিয়ামে কাজ করেন, তিনি ওই মাইক্রোফোন লাগিয়েছেন। এবং তিনি নিঃসংশয়, ওই শব্দ আসলে মাছদের প্রজননকালীন শব্দ।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেমস জানিয়েছেন, শব্দের মাত্রা ছিল সর্বোচ্চ ১৬৫ ওয়াটার ডেসিবেল। ব্ল্যাক ড্রাম মাছেরা শীতকালীন প্রজনন ঋতুতে মিলিত হওয়ার ফলেই ওই শব্দ নির্গত হয়েছে। আওয়াজ নাকি এতই জোরে হচ্ছিল, অনেকে বাড়ি থেকে বেরিয়ে এসে বোঝার চেষ্টা করছিলেন শব্দের উৎস কী।

রাতের অন্ধকারে ভেসে আসা আশ্চর্য শব্দ ঘিরে যে সব বিচিত্র গুঞ্জন শোনা গিয়েছে, তার উল্লেখ করতে গিয়ে হেসে ফেলে তিনি জানাচ্ছেন, ‘এটা একেবারে শহুরে রহস্যময় কিংবদন্তি হয়ে উঠতে শুরু করেছে। নানা জন নানা কথা বলছেন। আর সোশাল মিডিয়া তো তুলনাহীন! কত রকম কথা যে লোকে বলছে।’সূত্র:ইনকিলাব