হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো হুতিরা
- প্রকাশের সময় : ১২:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৬০ বার পঠিত
লোহিত সাগরের মূর্তিমান আতঙ্কের নাম হুতি। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইয়েমেন এই সশস্ত্র সামরিক গোষ্ঠীটি এখন পশ্চিমাদের কাছে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ হুতিদের হামলায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ প্রায় বন্ধ হবার মুখে। বিকল্প পথে বাণিজ্য জাহাজগুলো চালাতে গিয়ে প্রতিদিন কোটি কোটি ডলার গচ্চা দিচ্ছে পশ্চিমা বেনিয়ারা।
হুতিদের থামাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইসরাইলের দোসর আমেরিকা। এরমধ্যে সামরিক ব্যবস্থাও আছে। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না হুতিদের। উল্টো সূর আরও চড়িয়েছে হুতিরা। গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুতি ঘোষণা দিয়েছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালু থাকবে। প্রয়োজনে ভারত মহাসাগর ও উত্তমাশা অন্তরীপ পর্যন্ত এই হামলা বিস্তৃত করা হবে।
এমন হুমকির পর আরও পিলে চমকানো খবর প্রকাশ্যে এলো। হুতিদের হাতে চলে এসেছে অত্যাধুনিক সব হাইপাসনিক মিসাইল। কিছু দিন আগেই বিশ্বকে হুতিরা জানিয়েছিলো, পশ্চিমাদের জন্য সামরিক বিস্ময় নিয়ে হাজির হচ্ছে তারা। যেমন কথা তেমনি কাজ। শব্দের চেয়ে আট গুণ গতির ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী।
বৃহস্পতিবার একটি সামরিক সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যম আরআইএ এ খবরটি দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে হুতিরা। এই খবরে এখন দিশেহারা ওয়াশিংটনও।
এর আগে, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছিলো। তবে ওই উৎক্ষেপণের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ সূত্র বলছে, হাইপারসনিক মিসাইল পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করেনি হুতিরা।
জানা গেছে নতুন ধরনের মারাত্মক এই হাইপারসনিক মিসাইল কঠিন জ্বালানিতে চলে। এটির সফল পরীক্ষার সময় শব্দের চেয়ে আটগুণ গতি অর্জনে সক্ষম হয়েছে। এখন এই মিসাইলটি নিজেরাই তৈরি করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে হুতিরা। অচিরেই তাদের হাতে পৌঁছে যাবে প্রয়োজনীয় রসদ ও কাঁচামাল।
সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি নতুন ধরনের এই হাইপাসনিক মিসাইলের সফল পরীক্ষা যদি চালিয়ে থাকে হুতিরা, তাহলে লোহিত সাগরে অবস্থানরত ইঙ্গ-যুক্তরাষ্ট্রের সামরিক জোটের জন্য নতুন করে মাথা ব্যথার কারণে হয়ে দাঁড়াবে। কারণে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইলকে থামাতে পারবে না। আর এরিমধ্যে দুই থেকে তিনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ব্যালাস্টিক মিসাইলও ছুড়েছে হুতিরা।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলার জেরে গত নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতিরা। এখন পর্যন্ত ৭৩টি জাহাজে হামলা চালানো হয়েছে। এরিমধ্যে একটিকে ডুবিয়েও দেয়া হয়েছে। সূত্র : একাত্তর টিভি।