ইরানগামী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
- প্রকাশের সময় : ০৭:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে তেহরানগামী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে। সোমবার মেরিটাইম বিশেষজ্ঞরা এ দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনে হচ্ছে নভেম্বরের পর থেকে ইরানগামী নৌযানকে হুথিদের লক্ষ্যবস্তু করার এটিই হবে প্রথম ঘটনা। নৌযানটিকে ‘স্টার আইরিস’ হিসেবে উল্লেখ করেছে হুথি বিদ্রোহীরা। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক নৌযান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের। তবে জাহাজ শনাক্তকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি জাহাজটির মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং মালিকানা গ্রিসের।
এক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, সম্ভবত জাহাজটিকে নিশানা করা হয়েছিল, কিন্তু তাতে আঘাত হয়নি। কিন্তু তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে, মেরিটাইম বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছিলেন, নৌযানটি হয়ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু কেউ হতাহত হয়নি।
গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের-যুক্তরাজ্যের যৌথ হামলার বিরুদ্ধে সাপ্তাহিক বিক্ষোভে অংশ নেয়া হুথি সমর্থকরা প্রতিশোধ নেবার ইঙ্গিত দিচ্ছে।
হককথা/নাছরিন