যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দেয়ায় তিন দেশের প্রশংসা করলো হামাস
- প্রকাশের সময় : ০২:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৫৩ বার পঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে চীন, রাশিয়া ও আলজেরিয়া যে ভেটো অর্থাৎ না ভোট দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে গাজার নির্বাচিত সরকার ও প্রতিরোধ সংগঠন হামাস। শনিবার হামাসের এক বিবৃতির বরাতে এ কথা জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে পক্ষপাতদুষ্ট প্রস্তাব এনেছিলো রাশিয়া, চীন ও আলজেরিয়া তা প্রত্যাখ্যান করায় আমরা সন্তোষ প্রকাশ করছি।
আরও বলা হয়েছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন চালিয়ে যাওয়ার এবং দখলদার বাহিনীকে তার লক্ষ্য বাস্তবায়নের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে কথিত যুদ্ধবিরতির আড়ালে ফিলিস্তিনি জনগণকে দমন করার একটি প্রস্তাব উত্থাপন করেছিলো ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে গাজায় ইসরাইলি গণহত্যাকে বৈধতা দেয়ার প্রচেষ্টা চালানো হয়েছিলো উল্লেখ করে হামাস বলছে, অথচ কথিত ওই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করার আহবান জানানো হয়নি। এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিবৃতিতে চীন, রাশিয়া ও আলজেরিয়ার ভূয়সী প্রশংসা করা হয়।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজায় ‘জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছে ওয়াশিংটন।
এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও এর আগে একাধিকবার তাতে ভেটো দিয়েছিলো যুক্তরাষ্ট্র। গাজায় চলমান এই গণহত্যায় ইসরাইলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবেও ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত অধিকাংশ দেশ।
অন্যদিকে বাংলাদেশ, চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলো এ গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।