নিউইয়র্ক ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসরায়েলি হামলার মধ্যে ঝড়বৃষ্টি, বাড়তি ভোগান্তিতে গাজাবাসী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমা হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। চলমান হামলার মধ্যে গত মঙ্গলবার রাতে সেখানে তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। এতে বাস্তুচ্যুত গাজাবাসীর ভোগান্তি আরও বেড়েছে। কারণ, ঘরহারা মানুষের অনেকে এখনো খোলা আকাশের নিচে থাকছেন। কেউ কেউ থাকছেন তাঁবু কিংবা অস্থায়ী শিবিরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা ছিল ভিন্ন। গতকাল দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহের আশ্রয় শিবিরে অধিকাংশেরই ভালো কোনো তাঁবু নেই। অধিকাংশ তাঁবুই তৈরি করা হয়েছে হয় তারপুলিন দিয়ে আর নয়তো দৃষ্টি চলে এমন স্বচ্ছ পলিথিন দিয়ে। অনেক তাঁবুতে মাটিতে বিছানোর মতো কোনো উপকরণ নেই। ফলে অনেকেই স্রেফ মাটিতেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। বৃষ্টির ফলে তাঁবুগুলো ভিজে যাওয়ায় এসব তাঁবুতে বসবাসকারীদের বিশ্রাম, ঘুম বন্ধ হয়ে গেছে।

শরণার্থীশিবিরের বাসিন্দা রামাদান মোহাদাদ নামে এক মধ্যবয়সী ব্যক্তি জানালেন তাঁর ভোগান্তির কথা। তিনি বলেন, ‘ঝড়ের কারণে আমাদের তাঁবুর তারপুলিন ছিঁড়ে সারা রাত আমাদের ওপর পানি পড়েছে।’ পরে সকাল হতে না হতেই তিনি সেই ছেঁড়া তারপুলিন মেরামতের কাজে লেগে গেছেন।

রামাদান মোহদাদ আরও বলেন, ‘আমরা খুব চেষ্টা করেছি যাতে, আমরা বৃষ্টির পানিতে না ভিজে যাই। কিন্তু তাঁবুর প্লাস্টিক আমাদের ভিজে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি। আমাদের সারা রাত ঘুমানোর কোনো সুযোগ হয়নি।’ সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসরায়েলি হামলার মধ্যে ঝড়বৃষ্টি, বাড়তি ভোগান্তিতে গাজাবাসী

প্রকাশের সময় : ০২:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমা হামলা ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। চলমান হামলার মধ্যে গত মঙ্গলবার রাতে সেখানে তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। এতে বাস্তুচ্যুত গাজাবাসীর ভোগান্তি আরও বেড়েছে। কারণ, ঘরহারা মানুষের অনেকে এখনো খোলা আকাশের নিচে থাকছেন। কেউ কেউ থাকছেন তাঁবু কিংবা অস্থায়ী শিবিরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা ছিল ভিন্ন। গতকাল দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহের আশ্রয় শিবিরে অধিকাংশেরই ভালো কোনো তাঁবু নেই। অধিকাংশ তাঁবুই তৈরি করা হয়েছে হয় তারপুলিন দিয়ে আর নয়তো দৃষ্টি চলে এমন স্বচ্ছ পলিথিন দিয়ে। অনেক তাঁবুতে মাটিতে বিছানোর মতো কোনো উপকরণ নেই। ফলে অনেকেই স্রেফ মাটিতেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। বৃষ্টির ফলে তাঁবুগুলো ভিজে যাওয়ায় এসব তাঁবুতে বসবাসকারীদের বিশ্রাম, ঘুম বন্ধ হয়ে গেছে।

শরণার্থীশিবিরের বাসিন্দা রামাদান মোহাদাদ নামে এক মধ্যবয়সী ব্যক্তি জানালেন তাঁর ভোগান্তির কথা। তিনি বলেন, ‘ঝড়ের কারণে আমাদের তাঁবুর তারপুলিন ছিঁড়ে সারা রাত আমাদের ওপর পানি পড়েছে।’ পরে সকাল হতে না হতেই তিনি সেই ছেঁড়া তারপুলিন মেরামতের কাজে লেগে গেছেন।

রামাদান মোহদাদ আরও বলেন, ‘আমরা খুব চেষ্টা করেছি যাতে, আমরা বৃষ্টির পানিতে না ভিজে যাই। কিন্তু তাঁবুর প্লাস্টিক আমাদের ভিজে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি। আমাদের সারা রাত ঘুমানোর কোনো সুযোগ হয়নি।’ সূত্র : আজকের পত্রিকা।