নিউইয়র্ক ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরান খানের দলের চেয়ারম্যান হলেন গহর আলী খান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৭২ বার পঠিত

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান। ছবি :সংগৃহীত।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতৃত্ব নির্বাচন হয়ে গেল। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলি খান। পিটিআইয়ের আজ জারি করা এক ঘোষণায় জানানো হয়েছে, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর আইয়ুব খান।

এছাড়া পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং সিন্ধু প্রদেশে দলের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. ইয়াসমিন রশিদ, আলী আমিন গন্ডাপুর, এবং হালিম আদিল শেখ। বেলুচিস্তানে পিটিআইয়ের প্রেসিডেন্ট পদের জন্য কোয়েটায় একটি আন্তঃদলীয় ভোটের আয়োজন করা হবে।

পিটিআইয়ের আন্তঃদলীয় ‘নির্বাচনের চূড়ান্ত ফলাফল ফেডারেল নির্বাচন কমিশনার আগামী ৩ মার্চ ঘোষণা করবেন বলে এক বিবৃতিতে দলটি জানিয়েছে।

আইনি জাটিলতা এড়াতে গত বছরের নভেম্বরে পিটিআই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান। কারণ ২০২২ সালের এপ্রিলে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে সন্ত্রাস থেকে শুরু করে অর্থ পাচারের মতো অসংখ্য মামলার মুখোমুখি হয়েছেন। ইমরান খানের পদত্যাগের পর পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে গহর আলী খানকে মনোনীত করা হয়েছিল।

পরবর্তী সময়ে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) নির্দেশে গত বছরের ২ ডিসেম্বর আন্তঃদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনও পরে বাতিল ঘোষণা করে ইসিপি। পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পায়। তদুপরি নির্বাচনে পিটিআই নেতৃত্বে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি পক্ষ গহর আলি খানকে নেতৃত্ব রাখতে আপত্তি জানিয়ে আসছিল। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরান খানের দলের চেয়ারম্যান হলেন গহর আলী খান

প্রকাশের সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতৃত্ব নির্বাচন হয়ে গেল। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলি খান। পিটিআইয়ের আজ জারি করা এক ঘোষণায় জানানো হয়েছে, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর আইয়ুব খান।

এছাড়া পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং সিন্ধু প্রদেশে দলের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. ইয়াসমিন রশিদ, আলী আমিন গন্ডাপুর, এবং হালিম আদিল শেখ। বেলুচিস্তানে পিটিআইয়ের প্রেসিডেন্ট পদের জন্য কোয়েটায় একটি আন্তঃদলীয় ভোটের আয়োজন করা হবে।

পিটিআইয়ের আন্তঃদলীয় ‘নির্বাচনের চূড়ান্ত ফলাফল ফেডারেল নির্বাচন কমিশনার আগামী ৩ মার্চ ঘোষণা করবেন বলে এক বিবৃতিতে দলটি জানিয়েছে।

আইনি জাটিলতা এড়াতে গত বছরের নভেম্বরে পিটিআই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান। কারণ ২০২২ সালের এপ্রিলে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে সন্ত্রাস থেকে শুরু করে অর্থ পাচারের মতো অসংখ্য মামলার মুখোমুখি হয়েছেন। ইমরান খানের পদত্যাগের পর পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে গহর আলী খানকে মনোনীত করা হয়েছিল।

পরবর্তী সময়ে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) নির্দেশে গত বছরের ২ ডিসেম্বর আন্তঃদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনও পরে বাতিল ঘোষণা করে ইসিপি। পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পায়। তদুপরি নির্বাচনে পিটিআই নেতৃত্বে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি পক্ষ গহর আলি খানকে নেতৃত্ব রাখতে আপত্তি জানিয়ে আসছিল। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন