নিউইয়র্ক ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কুম্ভ থেকে বলিউডে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৮ বার পঠিত

মহাকুম্ভে মালা বিক্রি করতে এসে ভাইরাল হয়েছিলেন মন ভোলানো সুন্দর চোখের সেই মোনালিসা। এরপর রাতারাতি জীবন বদলেছে তার। বলিউডে সুযোগ পেয়েছেন তিনি। মহাকুম্ভ থেকে বলিউডে পাড়ি দেওয়ার এ সফরে কে হবেন মোনালিসার সঙ্গী? ডেবিউ ছবিতে কাকে নায়ক হিসেবে পাচ্ছেন তিনি? জানা গেছে, অমিত রাওই হবেন মোনালিসার প্রথম ছবির হিরো। তিনি অভিনেতা রাজকুমার রাওয়ের ভাই। ‘দ্য ডায়েরি অব মণিপুর’ নামে এ ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন সনোজ মিশ্র। ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে সূত্রের খবর।

ভাইরাল মোনালিসাকে সিনেমায় সুযোগ দিতে সম্প্রতি মধ্যপ্রদেশের মাহেশ্বর গ্রামে তার বাড়ি গিয়েছিলেন পরিচালক নিজে। তিনি একটি ভিডিয়োও শেয়ার করে সেই কথা জানান। রাজকুমার রাও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। যদিও সেভাবে লাইমলাইটে আসেননি অমিত। তার বলিউড ডেবিউ দেখার জন্য মুখিয়ে অনেকেই।

প্রসঙ্গত, দীর্ঘদিন নর্মদার তীরে কিলা ঘাটে মালা বিক্রি করেন মোনালিসা। চলতি বছর মহাকুম্ভ মেলাতেও মালা বিক্রি করতেই গিয়েছিলেন তিনি। সেই সময়ই ১৬ বছরের মোনালিসার মালা বিক্রির ভিডিয়ো কেউ তার অজান্তে রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। রাতারাতি ভাইরাল হন মোনালিসা। তার চোখের সৌন্দর্যে মজেছিলেন নেটিজেনরা। প্রথমে এ ভাইরাল খ্যাতি উপভোগ করলেও পরে মালা বিক্রি না হওয়ায় কেঁদেই ফেলেছিলেন তিনি। যদিও পরে তিনি সরাসরি বলিউডে সুযোগ পান। তার এ কুম্ভ টু বলিউড জার্নি কোনো সিনেমার স্ক্রিপ্টের থেকে কম নয়। আপাতত মোনালিসার বলিউড ডেবিউয়ের প্রতীক্ষায় ভক্তরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কুম্ভ থেকে বলিউডে

প্রকাশের সময় : ০১:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

মহাকুম্ভে মালা বিক্রি করতে এসে ভাইরাল হয়েছিলেন মন ভোলানো সুন্দর চোখের সেই মোনালিসা। এরপর রাতারাতি জীবন বদলেছে তার। বলিউডে সুযোগ পেয়েছেন তিনি। মহাকুম্ভ থেকে বলিউডে পাড়ি দেওয়ার এ সফরে কে হবেন মোনালিসার সঙ্গী? ডেবিউ ছবিতে কাকে নায়ক হিসেবে পাচ্ছেন তিনি? জানা গেছে, অমিত রাওই হবেন মোনালিসার প্রথম ছবির হিরো। তিনি অভিনেতা রাজকুমার রাওয়ের ভাই। ‘দ্য ডায়েরি অব মণিপুর’ নামে এ ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন সনোজ মিশ্র। ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে সূত্রের খবর।

ভাইরাল মোনালিসাকে সিনেমায় সুযোগ দিতে সম্প্রতি মধ্যপ্রদেশের মাহেশ্বর গ্রামে তার বাড়ি গিয়েছিলেন পরিচালক নিজে। তিনি একটি ভিডিয়োও শেয়ার করে সেই কথা জানান। রাজকুমার রাও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। যদিও সেভাবে লাইমলাইটে আসেননি অমিত। তার বলিউড ডেবিউ দেখার জন্য মুখিয়ে অনেকেই।

প্রসঙ্গত, দীর্ঘদিন নর্মদার তীরে কিলা ঘাটে মালা বিক্রি করেন মোনালিসা। চলতি বছর মহাকুম্ভ মেলাতেও মালা বিক্রি করতেই গিয়েছিলেন তিনি। সেই সময়ই ১৬ বছরের মোনালিসার মালা বিক্রির ভিডিয়ো কেউ তার অজান্তে রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। রাতারাতি ভাইরাল হন মোনালিসা। তার চোখের সৌন্দর্যে মজেছিলেন নেটিজেনরা। প্রথমে এ ভাইরাল খ্যাতি উপভোগ করলেও পরে মালা বিক্রি না হওয়ায় কেঁদেই ফেলেছিলেন তিনি। যদিও পরে তিনি সরাসরি বলিউডে সুযোগ পান। তার এ কুম্ভ টু বলিউড জার্নি কোনো সিনেমার স্ক্রিপ্টের থেকে কম নয়। আপাতত মোনালিসার বলিউড ডেবিউয়ের প্রতীক্ষায় ভক্তরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।