বিজ্ঞাপন :
সৌদি আরবের ভিসাসহ সাতটি পরিষেবায় ফি চালু

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৪২ বার পঠিত
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ভিসাসহ ৭টি পরিষেবায় ফি চালু করা হয়েছে। গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পরিষেবাগুলোর মধ্যে, সৌদি আরব থেকে প্রস্থান এবং পুনঃপ্রবেশের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ১০৩ দশমিক ৫ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। রেসিডেন্স পারমিটের (আকামা) জন্য ফি ১ দশমিক ৭৫ রিয়াল এবং সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল।
আকামা জারি করার জন্য হালনাগাদ ফি নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৭৫ রিয়াল। প্রবাসীদের জন্য, পাসপোর্টের তথ্য আপডেট করার খরচ নির্ধারণ করা হয়েছে ৬৯ রিয়াল।
পরিষেবাগুলো ভোগ করার জন্য ভিসার মেয়াদ ১৪ দিন থাকতে হবে। একজন ব্যক্তি শুধুমাত্র একটি প্রতিবেদন দাখিল করতে পারবেন এবং একবার জমা দিলে প্রতিবেদনটি বাতিল করা যাবে না।