প্রথম উইকেটের পতন, পিটিআই সমর্থিত প্রার্থী ভিড়লেন নওয়াজের দলে
- প্রকাশের সময় : ১২:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৫ বার পঠিত
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র বিজয়ী প্রার্থী ওয়াসিম কাদির পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এ যোগ দিয়েছেন। বৃহস্পতিবারের ভোটে তিনি লাহোরের জাতীয় পরিষদের এনএ-১২১ আসনে জয়ী হয়েছিলেন। পিএমএল-এন কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে তিনি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
প্রকাশিত ভিডিওতে নওয়াজ শরিফের নেতাদের সঙ্গে কাদিরকে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। ভিডিওতে তিনি বলেছেন, ‘ঘরে ফিরলাম’। লাহোরের এই আসনে পিএমএল-এন’র শেখ রোহাইল আসঘারকে ৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন কাদির। তার পক্ষ ত্যাগ পিটিআইয়ের জন্য বড় আঘাত। ইতোমধ্যে পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ঘোষণা দিয়েছে যে, সরকার গঠনের জন্য তারা আরও স্বতন্ত্র প্রার্থীদের দলে ভেড়ানোর চেষ্টা করবে।
সাবেক পিটিআই নেতা কাদিরকে ভিডিওতে বলতে দেখা গেছে, আমি ওয়াসিম কাদির। আমি পিটিআইয়ের লাহোরের সেক্রেটারি জেনারেল ছিলাম। আমি আমার ঘরে ফিরেছি। এবারের ভোটের পর পক্ষ বদল করা প্রথম নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য হলেন কাদির। তিনি বলেছেন, আমার আসন ও জনগণের উন্নয়নের জন্য আমি আবার মুসলিম লিগে যোগদান করেছি।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল নির্বাচনে ৭৯ আসনে জয়ী হয়েছে। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে দলটি। কারণ প্রতিদ্বন্দ্বী ইমরান খান সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ফল প্রকাশের পর পিটিআই ও পিএমএল-এন উভয় দল নিজেদের জয়ী বলে দাবি করেছে। সূত্র : বাংলা ট্রিবিউন।