নিউইয়র্ক ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৮০০ বিলিয়ন ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব ইইউ প্রেসিডেন্টের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ১০৫ বার পঠিত

ইউরোপের প্রতিরক্ষা ও ইউক্রেনকে সহায়তায় ৮৪২ বিলিয়ন ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন দের। মঙ্গলবার (৪ মার্চ) ইইউ জোটের ২৭ দেশের সরকার প্রধানদের কাছে পাঠানো চিঠিতে তিনি এ আহ্বান জানান।

আল-জাজিরার বরাতে জানা যায়, ইইউ প্রেসিডেন্টের এ প্রস্তাব ৫ ভাগে বাস্তবায়িত হবে। এ উপলক্ষে ইউক্রেন ও ইউরোপের দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিতে ইইউ নেতারা ব্রাসেলসে বৈঠকে বসতে যাচ্ছেন। উরসুলা ভন দের বলেন, ‘ইউরোপ বর্তমানে ভয়াবহ ঝুঁকিতে আছে। দীর্ঘদিন আমরা এমন অবস্থা দেখিনি।’

এদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর ইইউ নেতারা বেশ চাপে আছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ ওয়াশিংটনের উপর দীর্ঘদিন নির্ভর করতে পারে না।’ ইউরোপীয় দেশগুলোর জোটের বিশাল অর্থের এ বাজেটের লক্ষ্য হবে মিসাইল, আকাশ প্রতিরক্ষা, ড্রোণ, আর্টিলারি এবং অস্ত্রের সক্ষমতা বাড়ানো। এছাড়া ভন দের প্রস্তাবে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে ১৫৮ বিলিয়ন ডলার ইইউ সরকারগুলোকে ধার দেবে। ফলে দূর্বল দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারবে।

এখন ইউরোপের উচিত নিজেদের সক্ষমতা যাচাই করা উল্লেখ করে ইইউ প্রেসিডেন্ট বলেন, আমরা ন্যাটোর সহযোগী দেশগুলোর সাথেও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করবো। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের এ প্রস্তাব এমন সময় এসেছে, যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে ট্রাম্পের তীব্র মতবিরোধ চলছে। এছাড়া ট্রাম্প ন্যাটো দেশগুলোকে তাদের জিডিপির ৫ শতাংশের বেশি ব্যয় করতে চাপ দিয়ে আসছেন। অবশ্য এ বিষয়ে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে সদস্য দেশগুলোর উদ্দেশে বলেন, যত দ্রুত সম্ভব প্রত্যেকের জিডিপির ৩ শতাংশের বেশি সামরিকখাতে ব্যয় বাড়ানো উচিত। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৮০০ বিলিয়ন ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব ইইউ প্রেসিডেন্টের

প্রকাশের সময় : ১০:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ইউরোপের প্রতিরক্ষা ও ইউক্রেনকে সহায়তায় ৮৪২ বিলিয়ন ডলার সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন দের। মঙ্গলবার (৪ মার্চ) ইইউ জোটের ২৭ দেশের সরকার প্রধানদের কাছে পাঠানো চিঠিতে তিনি এ আহ্বান জানান।

আল-জাজিরার বরাতে জানা যায়, ইইউ প্রেসিডেন্টের এ প্রস্তাব ৫ ভাগে বাস্তবায়িত হবে। এ উপলক্ষে ইউক্রেন ও ইউরোপের দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিতে ইইউ নেতারা ব্রাসেলসে বৈঠকে বসতে যাচ্ছেন। উরসুলা ভন দের বলেন, ‘ইউরোপ বর্তমানে ভয়াবহ ঝুঁকিতে আছে। দীর্ঘদিন আমরা এমন অবস্থা দেখিনি।’

এদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর ইইউ নেতারা বেশ চাপে আছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ ওয়াশিংটনের উপর দীর্ঘদিন নির্ভর করতে পারে না।’ ইউরোপীয় দেশগুলোর জোটের বিশাল অর্থের এ বাজেটের লক্ষ্য হবে মিসাইল, আকাশ প্রতিরক্ষা, ড্রোণ, আর্টিলারি এবং অস্ত্রের সক্ষমতা বাড়ানো। এছাড়া ভন দের প্রস্তাবে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে ১৫৮ বিলিয়ন ডলার ইইউ সরকারগুলোকে ধার দেবে। ফলে দূর্বল দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারবে।

এখন ইউরোপের উচিত নিজেদের সক্ষমতা যাচাই করা উল্লেখ করে ইইউ প্রেসিডেন্ট বলেন, আমরা ন্যাটোর সহযোগী দেশগুলোর সাথেও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করবো। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের এ প্রস্তাব এমন সময় এসেছে, যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে ট্রাম্পের তীব্র মতবিরোধ চলছে। এছাড়া ট্রাম্প ন্যাটো দেশগুলোকে তাদের জিডিপির ৫ শতাংশের বেশি ব্যয় করতে চাপ দিয়ে আসছেন। অবশ্য এ বিষয়ে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে সদস্য দেশগুলোর উদ্দেশে বলেন, যত দ্রুত সম্ভব প্রত্যেকের জিডিপির ৩ শতাংশের বেশি সামরিকখাতে ব্যয় বাড়ানো উচিত। সূত্র : দৈনিক ইত্তেফাক।