রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ
- প্রকাশের সময় : ০২:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৩৪ বার পঠিত
রাশিয়ার ওপর চলমান নিষেধাজ্ঞা বর্ধিত করার পাশাপাশি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মস্কোর অগ্রগতি ঠেকাতে এই নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। খবর তাসের।
মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বর্তমানে ব্রাসেলসে নিষেধাজ্ঞার ১২তম প্যাকেজ অনুমোদন করেছি এবং নতুন প্যাকেজ তৈরি করছি। এর মানে হলো, চলমান নিষেধাজ্ঞা প্রসারিত ও উন্নত করা। নিষেধাজ্ঞা যেন রাশিয়া না এড়াতে পারে সেই ফাঁক ফোকরগুলোও চিহ্নিত করে তা প্রতিরোধ করা হবে।’
জার্মান মন্ত্রিসভার একজন মুখপাত্র বলেছেন, ‘জার্মান সরকারের দৃষ্টিকোণ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা খুবই কার্যকর। এটাও ঠিক যে রাশিয়া তার তেলের জন্য অন্যান্য সুবিধা খুঁজে পেয়েছে।’ ১৮ ডিসেম্বর রাশিয়ার বিরুদ্ধে ১২তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
সায়মা/হককথা