নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান
- প্রকাশের সময় : ০৬:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৭৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জামার্নির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেতানিয়াহুকে নিয়ে এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।
এরদোয়ান বলেন, তারা (ইসরায়েলিরা) হিটলারের অপকর্ম নিয়ে কথা বলে। হিটলারের সঙ্গে আপনার (নেতানিয়াহু) কি পার্থক্য আছে? তারা এমন করছে যেন আমরা হিটলারকে মনে করি। নেতানিয়াহু (গাজায়) যা করছেন তা কি হিটলারের চেয়ে কম? অবশ্যই না।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি হিটলারের চেয়ে আরও এগিয়ে। তিনি পশ্চিমাদের সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসে। এসব সহায়তা দিয়ে তারা কী করেছে? তারা ২০ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। গত নভেম্বরে তুর্কি নেতা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছিলেন, পশ্চিমাদের অসীম সহায়তাপ্রাপ্ত ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। যদিও যুদ্ধ শুরুর আগে দুদেশের সম্পর্ক বেশ ভালোই ছিল।
হিটলারের আমলে ইউরোপীয় ইহুদিদের সুপরিকল্পিতভাবে নির্মূলের প্রচেষ্টা শুরু করেছিল নাৎসি জার্মানি। ৬০ লাখ ইহুদিকে হত্যা, শ্রম শিবির ও গণগুলির মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা বাস্তবায়ন করেছেন হিটলার।
এরদোয়েনের এমন বক্তব্যের কড়া জবাবও দিয়েছেন নেতানিয়াহু। এক এক্সবার্তায় তুরস্কের ভেতরে মানবাধিকার লঙ্ঘন ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিরোধের ইস্যু টেনে আঙ্কারার সমালোচনা করেছেন তিনি। সূত্র : কালবেলা
হককথা/নাছরিন