নিউইয়র্ক ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নির্বাচনে হস্তক্ষেপ: ট্রাম্পের বিচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫০ বার পঠিত

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের বিচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন ফেডারেল বিচারক তানিয়া চাটকান। ট্রাম্পের আপিল নিয়ে আদালতে যখন শুনানি চলছিল, তখন এই ঘটনা ঘটে। এই বিচার শুরু হওয়ার কথা ছিল ৪ঠা মার্চ। বিচারক তানিয়া চাটকান শুক্রবার বলেন, সেই বিচার এখন অনির্দিষ্টকাল পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ নিয়েই এই মামলা। তার আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরে বলেছেন, ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা যাবে না। কারণ, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডেমোক্রেট দলের জো বাইডেন। তখন নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ অভিযোগে নভেম্বরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ফ্রন্টরানার ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যখন আপিল প্রক্রিয়া চলমান থাকবে তখন এই মামলাটি কয়েক মাস বিলম্বিত থাকতে পারে। ক্ষমতায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট বিচার থেকে দায়মুক্তি পান, এই যুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিলের তিন বিচারকের একটি প্যানেল যাচাইবাছাই করে দেখছে। তাদের এই যাচাইবাছাইয়ের পর রায় হতে পারে আগামী সপ্তাহের শুরুর দিকে। এই মামলাটি মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেই শেষ হয়ে যাবে। কারণ, সেখানে রক্ষণশীল রিপাবলিকান বিচারকরা ৬-৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ।

বিশেষজ্ঞরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রেসিডেন্সির ওপর বড় রকম প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে যে চারটি অভিযোগ আনা হয়েছে তা হলো- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার মাধ্যমে ষড়যন্ত্র করা, সরকারি প্রক্রিয়ায় বাধা দেয়ার ষড়যন্ত্র করা, সরকারি প্রক্রিয়ায় একজন কর্মকর্তাকে বাধা দেয়া এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ডনাল্ড ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর। বার বার বলে আসছেন তিনি কোনো অন্যায় করেননি। উল্টো রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে বিচার করা হচ্ছে বলে আইন মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেছেন।

এ ছাড়া অন্য তিনটি ফৌজদারি মামলার মুখোমুখি তিনি। এর মধ্যে একটি মামলা ২০২০ সালে জর্জিয়া রাজ্যে নির্বাচনের ফল উল্টে দেয়া সংক্রান্ত। অন্য একটি মামলা হলো প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় গোপনীয় দলিলপত্র সঙ্গে নিয়ে যাওয়া। তৃতীয় মামলা হলো সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেয়া। অভিযোগ আছে ওই পর্নো তারকার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু ২০১৬ সালে প্রথম নির্বাচনের আগে নিজের আইনজীবীর মাধ্যমে স্টর্মি ডানিয়েলকে বিপুল অংকের অর্থ দিয়ে তার মুখ বন্ধ করিয়েছিলেন ট্রাম্প। সূত্র : মানবজমিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নির্বাচনে হস্তক্ষেপ: ট্রাম্পের বিচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রকাশের সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের বিচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন ফেডারেল বিচারক তানিয়া চাটকান। ট্রাম্পের আপিল নিয়ে আদালতে যখন শুনানি চলছিল, তখন এই ঘটনা ঘটে। এই বিচার শুরু হওয়ার কথা ছিল ৪ঠা মার্চ। বিচারক তানিয়া চাটকান শুক্রবার বলেন, সেই বিচার এখন অনির্দিষ্টকাল পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ নিয়েই এই মামলা। তার আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরে বলেছেন, ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা যাবে না। কারণ, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডেমোক্রেট দলের জো বাইডেন। তখন নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ অভিযোগে নভেম্বরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ফ্রন্টরানার ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যখন আপিল প্রক্রিয়া চলমান থাকবে তখন এই মামলাটি কয়েক মাস বিলম্বিত থাকতে পারে। ক্ষমতায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট বিচার থেকে দায়মুক্তি পান, এই যুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিলের তিন বিচারকের একটি প্যানেল যাচাইবাছাই করে দেখছে। তাদের এই যাচাইবাছাইয়ের পর রায় হতে পারে আগামী সপ্তাহের শুরুর দিকে। এই মামলাটি মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেই শেষ হয়ে যাবে। কারণ, সেখানে রক্ষণশীল রিপাবলিকান বিচারকরা ৬-৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ।

বিশেষজ্ঞরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রেসিডেন্সির ওপর বড় রকম প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে যে চারটি অভিযোগ আনা হয়েছে তা হলো- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার মাধ্যমে ষড়যন্ত্র করা, সরকারি প্রক্রিয়ায় বাধা দেয়ার ষড়যন্ত্র করা, সরকারি প্রক্রিয়ায় একজন কর্মকর্তাকে বাধা দেয়া এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ডনাল্ড ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর। বার বার বলে আসছেন তিনি কোনো অন্যায় করেননি। উল্টো রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে বিচার করা হচ্ছে বলে আইন মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেছেন।

এ ছাড়া অন্য তিনটি ফৌজদারি মামলার মুখোমুখি তিনি। এর মধ্যে একটি মামলা ২০২০ সালে জর্জিয়া রাজ্যে নির্বাচনের ফল উল্টে দেয়া সংক্রান্ত। অন্য একটি মামলা হলো প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় গোপনীয় দলিলপত্র সঙ্গে নিয়ে যাওয়া। তৃতীয় মামলা হলো সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেয়া। অভিযোগ আছে ওই পর্নো তারকার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু ২০১৬ সালে প্রথম নির্বাচনের আগে নিজের আইনজীবীর মাধ্যমে স্টর্মি ডানিয়েলকে বিপুল অংকের অর্থ দিয়ে তার মুখ বন্ধ করিয়েছিলেন ট্রাম্প। সূত্র : মানবজমিন।