কুকুরের প্যারেড

- প্রকাশের সময় : ০৪:১৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১২৯ বার পঠিত
জার্মান শহর রেজেনসবার্গ ৮৯৭টি কুকুরের একটি দর্শনীয় কুচকাওয়াজ করে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। রেগেন্সবার্গে অনুষ্ঠিত এ ঐতিহাসিক অনুষ্ঠানে কমপক্ষে ৮৯৭টি কুকুর তাদের মালিকদের সাথে রাস্তায় হাঁটে, যা বিশ্বের বৃহত্তম কুকুর প্যারেডযাত্রা হিসেবে বিবেচিত হয়।
যদিও কিছু অনুমান অনুসারে ১ হাজার ১৭৫টি কুকুর কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা ৮৯৭টি কুকুরের অংশগ্রহণ নিশ্চিত করেছেন, যার ভিত্তিতে রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। ডেকাল জাদুঘরের প্রতিষ্ঠাতা সেপ্পি গুলপেক এ কুচকাওয়াজের আয়োজন করেন। অংশগ্রহণকারীরা এ অনুষ্ঠানটিকে অত্যন্ত স্বাগতপূর্ণ এবং স্মরণীয় বলে বর্ণনা করেছেন।
কুকুররা কেবল তাদের মালিকদের সাথে কুচকাওয়াজে অংশগ্রহণই করেনি, বরং এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিনোদনমূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারাও এই চিত্তাকর্ষক সমাবেশের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঐতিহাসিক রেকর্ড স্থাপনের জন্য রেগেন্সবার্গের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। সূত্র : জে এন।