নিউইয়র্ক ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়েবে ডিপসিকের সংবেদনশীল তথ্য ফাঁস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৪৫ বার পঠিত

নিউইয়র্কভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা উইজ জানিয়েছে, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিকের বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য অনলাইনে উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে উইজ জানায়, স্ক্যানের মাধ্যমে তারা দেখতে পেয়েছে যে ডিপসিক ভুলবশত এক মিলিয়নেরও বেশি লাইনের তথ্য সুরক্ষাবিহীন অবস্থায় রেখে দিয়েছে।

এতে সফটওয়্যার কী এবং ব্যবহারকারীদের চ্যাট লগ অন্তর্ভুক্ত ছিল, যা এআই অ্যাসিস্ট্যান্টকে দেওয়া প্রম্পট সংরক্ষণ করেছিল। উইজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যামি লুটওয়াক জানান, তাদের সতর্কবার্তার পর ডিপসিক দ্রুত ব্যবস্থা নিয়ে এক ঘণ্টার মধ্যেই উন্মুক্ত তথ্য সরিয়ে নেয়। তবে তিনি বলেন, “এটি খুঁজে পাওয়া এতটাই সহজ ছিল যে, আমরা মনে করি আমরাই একমাত্র যারা এটি দেখেছি, এমনটা নয়।” ডিপসিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডিপসিকের বিনামূল্যে এআই অ্যাসিস্ট্যান্টের রাতারাতি জনপ্রিয়তা চীনে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে উদ্বেগ সৃষ্টি করেছে। কম খরচে ওপেনএআই-এর সমকক্ষ এআই তৈরি করার ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠানটি এনভিডিয়া ও মাইক্রোসফটের মতো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টদের ব্যবসায়িক মডেল ও মুনাফার ওপর প্রশ্ন তুলেছে। অ্যাপলের অ্যাপ স্টোরে ডিপসিকের ডাউনলোড সংখ্যা চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে, যা বিশ্বব্যাপী প্রযুক্তি শেয়ারবাজারে বড় ধরনের ধস নামিয়েছে। সূত্র : রয়টার্স।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওয়েবে ডিপসিকের সংবেদনশীল তথ্য ফাঁস

প্রকাশের সময় : ০২:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

নিউইয়র্কভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা উইজ জানিয়েছে, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিকের বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য অনলাইনে উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে উইজ জানায়, স্ক্যানের মাধ্যমে তারা দেখতে পেয়েছে যে ডিপসিক ভুলবশত এক মিলিয়নেরও বেশি লাইনের তথ্য সুরক্ষাবিহীন অবস্থায় রেখে দিয়েছে।

এতে সফটওয়্যার কী এবং ব্যবহারকারীদের চ্যাট লগ অন্তর্ভুক্ত ছিল, যা এআই অ্যাসিস্ট্যান্টকে দেওয়া প্রম্পট সংরক্ষণ করেছিল। উইজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যামি লুটওয়াক জানান, তাদের সতর্কবার্তার পর ডিপসিক দ্রুত ব্যবস্থা নিয়ে এক ঘণ্টার মধ্যেই উন্মুক্ত তথ্য সরিয়ে নেয়। তবে তিনি বলেন, “এটি খুঁজে পাওয়া এতটাই সহজ ছিল যে, আমরা মনে করি আমরাই একমাত্র যারা এটি দেখেছি, এমনটা নয়।” ডিপসিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডিপসিকের বিনামূল্যে এআই অ্যাসিস্ট্যান্টের রাতারাতি জনপ্রিয়তা চীনে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে উদ্বেগ সৃষ্টি করেছে। কম খরচে ওপেনএআই-এর সমকক্ষ এআই তৈরি করার ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠানটি এনভিডিয়া ও মাইক্রোসফটের মতো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টদের ব্যবসায়িক মডেল ও মুনাফার ওপর প্রশ্ন তুলেছে। অ্যাপলের অ্যাপ স্টোরে ডিপসিকের ডাউনলোড সংখ্যা চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে, যা বিশ্বব্যাপী প্রযুক্তি শেয়ারবাজারে বড় ধরনের ধস নামিয়েছে। সূত্র : রয়টার্স।