নিউইয়র্ক ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ চীনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ৮১ বার পঠিত

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ-এর সাক্ষাৎকার প্রকাশের জন্য ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে চীন। চীনা দূতাবাসের তরফে একটি বিবৃতি দিয়ে ওই সাক্ষাৎকারের বিরোধিতা করা হয়েছে। অভিযোগ, ওই সাক্ষাৎকার তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করছে এবং ‘ভুল তথ্য’ পরিবেশন করছে।

জোসেফ ভারতীয় চ্যানেলটিকে তাইওয়ানের স্বাধীনতার প্রচারক্ষেত্র হিসাবে ব্যবহার করেছেন বলেও দাবি চীনা দূতাবাসের। তবে চীনের ওই বিবৃতির জবাব দিয়েছে তাইওয়ান। চীনা বিবৃতির জবাবে তাইপেই জানিয়েছে, ভারত এবং তাইওয়ান স্বাধীন গণতন্ত্র। তাই তাদের যে কোনও সাক্ষাৎকার প্রকাশের অধিকার রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ্য, ভারত কিন্তু ‘এক চীন নীতি’ অনুসরণ করে। তাইপেইয়ের সঙ্গে ভারতের কোনও সরকারি কূটনৈতিক বন্ধন নেই।

ভারতে চীনের দূতাবাস যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে, ‘গত ২৯ ফেব্রুয়ারি একটি ভারতীয় টিভি চ্যানেলে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এর ফলে তিনি তাইওয়ানের স্বাধীনতা প্রচার করা এবং ভুয়া তথ্য দেয়ার সুযোগ পেয়েছেন। এটি ‘এক চীন নীতি’র লঙ্ঘন করে। এটি সম্পূর্ণ অনভিপ্রেত।’

‘এক চিন নীতি’ অনুযায়ী, বিশ্বে একটি মাত্র ‘চীন’ রয়েছে। তাইওয়ান চীনেরই অংশ। ‘পিপ্‌লস রিপাবলিক অফ চীন’ চীনের একমাত্র বৈধ সরকার। ভারত সরকারি ভাবে এখনও এই নীতির বিরোধিতা করেনি। তবে তাইওয়ানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। ভারতবিরোধী বিবৃতির জন্য চীনকে কটাক্ষ করেছে তাইপেই। সূত্র : দৈনিক ইনকিলাব

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ চীনের

প্রকাশের সময় : ০২:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ-এর সাক্ষাৎকার প্রকাশের জন্য ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে চীন। চীনা দূতাবাসের তরফে একটি বিবৃতি দিয়ে ওই সাক্ষাৎকারের বিরোধিতা করা হয়েছে। অভিযোগ, ওই সাক্ষাৎকার তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করছে এবং ‘ভুল তথ্য’ পরিবেশন করছে।

জোসেফ ভারতীয় চ্যানেলটিকে তাইওয়ানের স্বাধীনতার প্রচারক্ষেত্র হিসাবে ব্যবহার করেছেন বলেও দাবি চীনা দূতাবাসের। তবে চীনের ওই বিবৃতির জবাব দিয়েছে তাইওয়ান। চীনা বিবৃতির জবাবে তাইপেই জানিয়েছে, ভারত এবং তাইওয়ান স্বাধীন গণতন্ত্র। তাই তাদের যে কোনও সাক্ষাৎকার প্রকাশের অধিকার রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ্য, ভারত কিন্তু ‘এক চীন নীতি’ অনুসরণ করে। তাইপেইয়ের সঙ্গে ভারতের কোনও সরকারি কূটনৈতিক বন্ধন নেই।

ভারতে চীনের দূতাবাস যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে, ‘গত ২৯ ফেব্রুয়ারি একটি ভারতীয় টিভি চ্যানেলে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এর ফলে তিনি তাইওয়ানের স্বাধীনতা প্রচার করা এবং ভুয়া তথ্য দেয়ার সুযোগ পেয়েছেন। এটি ‘এক চীন নীতি’র লঙ্ঘন করে। এটি সম্পূর্ণ অনভিপ্রেত।’

‘এক চিন নীতি’ অনুযায়ী, বিশ্বে একটি মাত্র ‘চীন’ রয়েছে। তাইওয়ান চীনেরই অংশ। ‘পিপ্‌লস রিপাবলিক অফ চীন’ চীনের একমাত্র বৈধ সরকার। ভারত সরকারি ভাবে এখনও এই নীতির বিরোধিতা করেনি। তবে তাইওয়ানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। ভারতবিরোধী বিবৃতির জন্য চীনকে কটাক্ষ করেছে তাইপেই। সূত্র : দৈনিক ইনকিলাব

হককথা/নাছরিন