রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন
- প্রকাশের সময় : ০১:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৬৫ বার পঠিত
রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন। বৃহস্পতিবার (৭ মার্চ) বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সাংবাদিকদের ওয়াং বলেন, নতুন সহযোগিতা বৃদ্ধি করতে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও সুসংহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘নো লিমিট’ অংশীদারিত্ব ঘোষণা করেছিল চীন এবং রাশিয়া। তখন ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠানোর কয়েক দিন আগে বেইজিং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের বেইজিং সফরের পরই ‘নো লিমিট’ ঘোষণা করে দেশ দুটি। এর কয়েকদিনই পরই ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়ংকর স্থল যুদ্ধের সূত্রপাত করে। সূত্র : বাংলা ট্রিবিউন।