নিউইয়র্ক ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ জানালো চীন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৩ বার পঠিত

চীনা কোম্পানিগুলোকে ‘দমন’ করার জন্য যুক্তরাষ্ট্রের শুল্ক, বিনিয়োগ সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী চীনা ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি কর্মকর্তাদের বৈঠকে এমন উদ্বেগ প্রকাশ করেছেন চীনা কর্মকর্তারা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশটির অর্থমন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। এরমধ্যে তাদের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও নীতি এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণ নিয়ে আরও ‘গভীর, স্পষ্ট, বাস্তববাদী এবং গঠনমূলক’ আলোচনা অন্যতম। চীনা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

এক প্রতিবেদনে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফং ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি জে শামবাঘ একটি পৃথক বৈঠক করেছেন। ওই বৈঠকে চীনা ভাইস প্রিমিয়ার চীন- যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।

এই আলোচনা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনাকেই চিহ্নিত করছে। বিশেষ করে সবচেয়ে উন্নত ইলেক্ট্রনিক উপাদানগুলো চীনের নাগালের বাইরে রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ এমন ইঙ্গিতই দিচ্ছে। তবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ফাটলকে স্বাভাবিক করতে উভয় পক্ষই আলোচনা করেছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনে ইলেক্ট্রনিক উপাদান ও ক্লাউড পরিষেবার উপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রে থাকা চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ও সোলার সেলের উপর তাদের বিধিনিষেধ আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য উপমন্ত্রী ওয়াং শউয়েন।

যুক্তরাষ্ট্রের উপ-বাণিজ্য সচিব মারিসা লাগোর সঙ্গে একটি পৃথক ভিডিও কলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াং শউয়েন। এসময় তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের মধ্যে একটি স্থিতিশীল চালিকা শক্তি হলো চীন- যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা।’ তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ও সহযোগিতা প্রসারিত করতে প্রস্তুত। সূত্র : বাংলা ট্রিবিউন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ জানালো চীন

প্রকাশের সময় : ০৪:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

চীনা কোম্পানিগুলোকে ‘দমন’ করার জন্য যুক্তরাষ্ট্রের শুল্ক, বিনিয়োগ সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী চীনা ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি কর্মকর্তাদের বৈঠকে এমন উদ্বেগ প্রকাশ করেছেন চীনা কর্মকর্তারা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশটির অর্থমন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। এরমধ্যে তাদের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও নীতি এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণ নিয়ে আরও ‘গভীর, স্পষ্ট, বাস্তববাদী এবং গঠনমূলক’ আলোচনা অন্যতম। চীনা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

এক প্রতিবেদনে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফং ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি জে শামবাঘ একটি পৃথক বৈঠক করেছেন। ওই বৈঠকে চীনা ভাইস প্রিমিয়ার চীন- যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।

এই আলোচনা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনাকেই চিহ্নিত করছে। বিশেষ করে সবচেয়ে উন্নত ইলেক্ট্রনিক উপাদানগুলো চীনের নাগালের বাইরে রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ এমন ইঙ্গিতই দিচ্ছে। তবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ফাটলকে স্বাভাবিক করতে উভয় পক্ষই আলোচনা করেছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনে ইলেক্ট্রনিক উপাদান ও ক্লাউড পরিষেবার উপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রে থাকা চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ও সোলার সেলের উপর তাদের বিধিনিষেধ আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য উপমন্ত্রী ওয়াং শউয়েন।

যুক্তরাষ্ট্রের উপ-বাণিজ্য সচিব মারিসা লাগোর সঙ্গে একটি পৃথক ভিডিও কলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াং শউয়েন। এসময় তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের মধ্যে একটি স্থিতিশীল চালিকা শক্তি হলো চীন- যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা।’ তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ও সহযোগিতা প্রসারিত করতে প্রস্তুত। সূত্র : বাংলা ট্রিবিউন।