নিউইয়র্ক ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদে বৃটিশ বাঙালী রুশনারা ও টিউলিপ

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ১৭২ বার পঠিত

ছবি: রুশনারা ও টিউলিপ

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্ত্বাধীন যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী। রুশনারা গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি মনোনীত হহয়েছেন। এর মধ্য দিয়ে বৃটিশ সরকারে দ্বিতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে রুশনারার নাম যুক্ত হলো। অপরদিকে ‘সিটি মিনিস্টার’ মনোনীত হয়েছেন ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার টিউলিপ ও রুশনারার নাম দেখা যায়।

গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। বৃটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা। লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। রুশনারার জন্ম সিলেটে। রুশনারা বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তাঁর পরিবার। তিনি বিখ্যাত অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

অপরদিকে যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ মূলত ‘মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি’। এই পদে আসীন হওয়ায় টিউলিপ সিদ্দিক এখন থেকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতিনির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতের প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্বও থাকবে তাঁর হাতে।

টিউলিপ সিদ্দিক (৪১) এবার লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে টিউলিপ সিদ্দিকের পরিচয় দেওয়া হয়েছে- পার্লামেন্টারি সেক্রেটারি (ইকোনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার)। এই দায়িত্বে থেকে যুক্তরাজ্যের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন টিউলিপ সিদ্দিক। গত মে মাসে তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। তখনই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে। তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১ হাজার রাজনীতিবিদের তালিকায় তার নামও উঠেছিল।

উল্লেখ্য, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্ত্বাধীন নতুন সরকারের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস গত সোমবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পগুলোর বাধা দূর করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যের নতুন একটি ‘জাতীয় মিশন’ চালু করেছেন।

আরো উল্লেখ্য, যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে জয় পান বাংলাদেশী বংশোদ্ভূত চারজন নারী। তারা হলেন- রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা হক এবং আপসানা বেগম।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদে বৃটিশ বাঙালী রুশনারা ও টিউলিপ

প্রকাশের সময় : ০১:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্ত্বাধীন যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী। রুশনারা গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি মনোনীত হহয়েছেন। এর মধ্য দিয়ে বৃটিশ সরকারে দ্বিতীয় বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে রুশনারার নাম যুক্ত হলো। অপরদিকে ‘সিটি মিনিস্টার’ মনোনীত হয়েছেন ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার টিউলিপ ও রুশনারার নাম দেখা যায়।

গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। বৃটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা। লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। রুশনারার জন্ম সিলেটে। রুশনারা বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তাঁর পরিবার। তিনি বিখ্যাত অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

অপরদিকে যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ মূলত ‘মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি’। এই পদে আসীন হওয়ায় টিউলিপ সিদ্দিক এখন থেকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতিনির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতের প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্বও থাকবে তাঁর হাতে।

টিউলিপ সিদ্দিক (৪১) এবার লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে টিউলিপ সিদ্দিকের পরিচয় দেওয়া হয়েছে- পার্লামেন্টারি সেক্রেটারি (ইকোনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার)। এই দায়িত্বে থেকে যুক্তরাজ্যের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন টিউলিপ সিদ্দিক। গত মে মাসে তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থিক খাতে প্রতিযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। তখনই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে। তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১ হাজার রাজনীতিবিদের তালিকায় তার নামও উঠেছিল।

উল্লেখ্য, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্ত্বাধীন নতুন সরকারের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস গত সোমবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, আবাসন নির্মাণ বৃদ্ধি, অবকাঠামো প্রকল্পগুলোর বাধা দূর করা এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যের নতুন একটি ‘জাতীয় মিশন’ চালু করেছেন।

আরো উল্লেখ্য, যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে জয় পান বাংলাদেশী বংশোদ্ভূত চারজন নারী। তারা হলেন- রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা হক এবং আপসানা বেগম।