নিউইয়র্ক ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সিসির সঙ্গে দেখা করতে মিসরে ব্লিঙ্কেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৯ বার পঠিত

গাজা ইস্যু নিয়ে কথা বলতে মিসরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কায়রোতে পৌঁছেছেন তিনি। সেখানে আজ দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের করা হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। তার এই সফরের লক্ষ্য হলো গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে মিসরীয় এবং কাতারি-মধ্যস্থতাকারীদের কথোপকথনকে এগিয়ে নেওয়া।

এই লক্ষ্যে সোমবার সৌদি আরব সফর করেছেন ব্লিঙ্কেন। সেখান থেকে মিসরে এসেছেন। কায়রোতে সিসির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেনের কাতার, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করা কথা রয়েছে। শীর্ষ এই যুক্তরাষ্ট্রের কর্মকর্তা রিয়াদ থেকে সূর্যোদয়ের পরপরই কায়রোর উদ্দেশে রওনা দিয়েছিলেন। আলোচনা শেষে আজই আবার কায়রো থেকে কাতার যাবেন। সূত্র : বাংলা ট্রিবিউন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সিসির সঙ্গে দেখা করতে মিসরে ব্লিঙ্কেন

প্রকাশের সময় : ১২:৪৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

গাজা ইস্যু নিয়ে কথা বলতে মিসরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কায়রোতে পৌঁছেছেন তিনি। সেখানে আজ দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের করা হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। তার এই সফরের লক্ষ্য হলো গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে মিসরীয় এবং কাতারি-মধ্যস্থতাকারীদের কথোপকথনকে এগিয়ে নেওয়া।

এই লক্ষ্যে সোমবার সৌদি আরব সফর করেছেন ব্লিঙ্কেন। সেখান থেকে মিসরে এসেছেন। কায়রোতে সিসির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেনের কাতার, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করা কথা রয়েছে। শীর্ষ এই যুক্তরাষ্ট্রের কর্মকর্তা রিয়াদ থেকে সূর্যোদয়ের পরপরই কায়রোর উদ্দেশে রওনা দিয়েছিলেন। আলোচনা শেষে আজই আবার কায়রো থেকে কাতার যাবেন। সূত্র : বাংলা ট্রিবিউন।