নিউইয়র্ক ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গোপনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিলাওয়াল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৯ বার পঠিত

পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম (বাঁয়ে) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই পাকিস্তানের রাজনীতিতে বড় খেলোয়াড় আমেরিকা। পর্দার আড়ালে থেকে একের পর এক চাল দিয়ে যায় বিশ্বের একক পরাশক্তি দেশটি। আমেরিকার চালে নাস্তানাবুদ হয়ে ২০২২ সালে ক্ষমতা পর্যন্ত ছাড়তে হয় তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবারের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন-পরবর্তী জটিল খেলায় কোনো ভূমিকা নেবে না আমেরিকা, তা হবে না বললেই চলে।

পাকিস্তানে এবারের জাতীয় পরিষদ নির্বাচনে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নির্বাচনের চতুর্থ দিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না দেশটির নেতারা। উল্টো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট সরকার গঠন নিয়ে সমীকরণ আরও জটিল হচ্ছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সঙ্গে গোপনে বৈঠক করেছেন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলাওয়াল এবার বিশ্বের পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রেররাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সঙ্গে রোববার বৈঠক করেছেন বিলাওয়াল। তাদের এই বৈঠক ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিলাওয়াল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠনসহ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ফ্রাডে টাইমস বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিলাওয়াল।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, তাদের বৈঠকটি মূলত একটি সৌজন্য বৈঠক। এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার সময় পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি উঠে আসে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা বিলাওয়ালের পিপিপি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়। আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে-ফিরে দুটি দলই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরিফের পিএমএল-এন ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

শুক্রবার রাতেই দল দুটির মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গণমাধ্যমে আসতে থাকে। তবে রোববার দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠিকভাবে বৈঠকে বসে। বৈঠকে জোট সরকার গঠনে বিলাওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ শরিফ। শাহবাজের এমন প্রস্তাবের জবাবে পিএমএল-এন নেতাদের পিপিপি বলেছে, সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গোপনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিলাওয়াল

প্রকাশের সময় : ০৮:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই পাকিস্তানের রাজনীতিতে বড় খেলোয়াড় আমেরিকা। পর্দার আড়ালে থেকে একের পর এক চাল দিয়ে যায় বিশ্বের একক পরাশক্তি দেশটি। আমেরিকার চালে নাস্তানাবুদ হয়ে ২০২২ সালে ক্ষমতা পর্যন্ত ছাড়তে হয় তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবারের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন-পরবর্তী জটিল খেলায় কোনো ভূমিকা নেবে না আমেরিকা, তা হবে না বললেই চলে।

পাকিস্তানে এবারের জাতীয় পরিষদ নির্বাচনে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নির্বাচনের চতুর্থ দিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না দেশটির নেতারা। উল্টো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট সরকার গঠন নিয়ে সমীকরণ আরও জটিল হচ্ছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সঙ্গে গোপনে বৈঠক করেছেন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলাওয়াল এবার বিশ্বের পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রেররাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সঙ্গে রোববার বৈঠক করেছেন বিলাওয়াল। তাদের এই বৈঠক ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিলাওয়াল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠনসহ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ফ্রাডে টাইমস বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিলাওয়াল।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, তাদের বৈঠকটি মূলত একটি সৌজন্য বৈঠক। এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার সময় পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি উঠে আসে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা বিলাওয়ালের পিপিপি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়। আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে-ফিরে দুটি দলই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরিফের পিএমএল-এন ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

শুক্রবার রাতেই দল দুটির মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গণমাধ্যমে আসতে থাকে। তবে রোববার দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠিকভাবে বৈঠকে বসে। বৈঠকে জোট সরকার গঠনে বিলাওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ শরিফ। শাহবাজের এমন প্রস্তাবের জবাবে পিএমএল-এন নেতাদের পিপিপি বলেছে, সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

হককথা/নাছরিন