নিউইয়র্ক ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৩৫ বার পঠিত

২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো। সংস্থাটি বলেছে, গত বছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। আর ১৪১ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। এর পরের অবস্থানে ছিল চীন।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ওই বছর সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতিবছর বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এ ছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন। বর্তমানে বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ভারত। ২০২৪ সালের জুলাই মাসে ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জন মানুষ নিয়ে চীনকে ছাড়িয়ে ভারত এই অবস্থান দখল করে। সে সময় চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯ জন।

যুক্তরাষ্ট্রের জনজরিপ সংস্থা মনে করছে, ২০২৫ সালেও জনসংখ্যার তালিকায় ভারত ও চীন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। সূত্র : কালের কণ্ঠ।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি

প্রকাশের সময় : ১২:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো। সংস্থাটি বলেছে, গত বছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। আর ১৪১ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। এর পরের অবস্থানে ছিল চীন।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ওই বছর সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতিবছর বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এ ছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন। বর্তমানে বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ভারত। ২০২৪ সালের জুলাই মাসে ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জন মানুষ নিয়ে চীনকে ছাড়িয়ে ভারত এই অবস্থান দখল করে। সে সময় চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯ জন।

যুক্তরাষ্ট্রের জনজরিপ সংস্থা মনে করছে, ২০২৫ সালেও জনসংখ্যার তালিকায় ভারত ও চীন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। সূত্র : কালের কণ্ঠ।