নিউইয়র্ক ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিয়ের আগেই অঞ্জলি-সুফি জুটির বিচ্ছেদ!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ১৩৬ বার পঠিত

২০১৯ সালে ঘটনা। ভারত ও পাকিস্তানের দুই নারী মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রেমের কাহিনীতে প্রায় ভেঙ্গে পড়েছিলো নেটদুনিয়া। ভারতের অঞ্জলি চক্রের সঙ্গে পাকিস্তানের সুফি মালিকের প্রেমের গল্পকে ঘিরে সে সময়ে তুমুল আলোড়ন তৈরি হয়। এই জুটিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় তুমুল আগ্রহ।

এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে। গঙ্গায় গড়িয়েছে অনেক জল। দুই চিরশত্রু দেশের দুই নারীর মধ্যে প্রেমের কাহিনী প্রায় ভুলতে বসেছিলেন সবাই, ঠিক তখন আবারও শিরোনামে অঞ্জলি-সুফি জুটি। তাদের সম্পর্ক ভেঙ্গে যাবার খবরে আবারও উত্তাল দুই দেশের সামাজিক মাধ্যম। খবরের শিরোনামও হচ্ছে।

২০১৯ সালে ‘সেনসেশন’ হয়ে উঠা অঞ্জলি-সুফির প্রেমের সম্পর্ক টিকল না। রাস্তা আলাদা হলো দুজনের। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তানের সুফি মালিক স্বীকার করেছেন, তিনি ঠকিয়েছেন ভারতের অঞ্জলি চক্রকে। অথচ কয়েক সপ্তাহ পরই এই জুটির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।

সুফি লেখেন, আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ওর (অঞ্জলি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ওকে খুব আঘাত দিয়েছি। ও কতটা আঘাত পেয়েছে, তা বোঝার ক্ষমতাও আমার নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আগামী দিনেও করব।

তিনি আরও লেখেন, আমাদের পরিবার এবং বন্ধুসহ সব মানুষ, যাদের আমি সব থেকে বেশি ভালোবাসি, তাদের আমি আঘাত দিয়েছি। সুফি মালিকের পাশাপাশি অঞ্জলি চক্রও নিজের ইনস্টাগ্রামে লিখেছেন। সুফি নিজের ভুল স্বীকার করে বিশ্বাসভঙ্গের কথা জানালেও, অঞ্জলি সেটা মেনেই নিয়েছেন।

অঞ্জলি লেখেন, শুনে ধাক্কা লাগতে পারে, কিন্তু আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। আমরা আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সুফির প্রতি কোনও নেতিবাচক প্রতিক্রিয়া ধেয়ে আসুক, সেটা আমি চাই না।

নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে ওয়েডিং প্ল্যানারের ব্যবসা করেন অঞ্জলি । আর সুফি থাকেন নিউইয়র্কে। তিনি লাইফস্টাইল ও ট্রাভেল কনটেন্ট মেকার। তাঁদের যৌথ যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। দেশের সীমানা, ধর্ম, সংস্কৃতি ইত্যদির বাধা অতিক্রম করে তাদের এই প্রেম বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এক বছর আগে তাদের বাগদানও হয়। সেই অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো। নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেন সুফি। এরপরই তারা জানান যে, ২০২৪ সালের তাদের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হবে। সেদিনে সেই ভিডিও সবার সঙ্গে শেয়ারও করেন এই জুটি।

‘সুফি অ্যান্ড অঞ্জলি’ নামে তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সাড়ে ১৩ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের। অঞ্জলি এবং সুফি দুজনেই জানিয়েছেন, আপাতত তাঁরা ইন্টারনেটের জগৎ থেকে দূরে থাকতে চান। কিছুটা নিভৃতে সময় কাটাতকে চান। রাস্তা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি কোনও ক্ষোভ বা ঘৃণা নেই দুজনেরই। সুফির স্বীকারোক্তির পরেই নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করে অঞ্জলি জানিয়েছেন, এই পাঁচ বছরের সম্পর্কে অনেক কিছুই পেয়েছেন তিনি। সুফির প্রতি কোনও রাগ বা অভিমান নেই।

ভারতীয় বংশদ্ভুত অঞ্জলি আরও যোগ করেন, পাঁচ বছরের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে গুরুত্বপূর্ণ, খুব সুন্দর সময় কাটিয়েছে, অসংখ্য ভাল স্মৃতি রয়েছে। এটা দুর্ভাগ্য যে এই জার্নি এখানেই শেষ হচ্ছে, কিন্তু সুফির প্রতি কোনও খারাপ ভাবনা নেই তাঁর। আগামী দিনেও থাকবে না। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিয়ের আগেই অঞ্জলি-সুফি জুটির বিচ্ছেদ!

প্রকাশের সময় : ১১:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

২০১৯ সালে ঘটনা। ভারত ও পাকিস্তানের দুই নারী মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রেমের কাহিনীতে প্রায় ভেঙ্গে পড়েছিলো নেটদুনিয়া। ভারতের অঞ্জলি চক্রের সঙ্গে পাকিস্তানের সুফি মালিকের প্রেমের গল্পকে ঘিরে সে সময়ে তুমুল আলোড়ন তৈরি হয়। এই জুটিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় তুমুল আগ্রহ।

এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে। গঙ্গায় গড়িয়েছে অনেক জল। দুই চিরশত্রু দেশের দুই নারীর মধ্যে প্রেমের কাহিনী প্রায় ভুলতে বসেছিলেন সবাই, ঠিক তখন আবারও শিরোনামে অঞ্জলি-সুফি জুটি। তাদের সম্পর্ক ভেঙ্গে যাবার খবরে আবারও উত্তাল দুই দেশের সামাজিক মাধ্যম। খবরের শিরোনামও হচ্ছে।

২০১৯ সালে ‘সেনসেশন’ হয়ে উঠা অঞ্জলি-সুফির প্রেমের সম্পর্ক টিকল না। রাস্তা আলাদা হলো দুজনের। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তানের সুফি মালিক স্বীকার করেছেন, তিনি ঠকিয়েছেন ভারতের অঞ্জলি চক্রকে। অথচ কয়েক সপ্তাহ পরই এই জুটির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।

সুফি লেখেন, আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ওর (অঞ্জলি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ওকে খুব আঘাত দিয়েছি। ও কতটা আঘাত পেয়েছে, তা বোঝার ক্ষমতাও আমার নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আগামী দিনেও করব।

তিনি আরও লেখেন, আমাদের পরিবার এবং বন্ধুসহ সব মানুষ, যাদের আমি সব থেকে বেশি ভালোবাসি, তাদের আমি আঘাত দিয়েছি। সুফি মালিকের পাশাপাশি অঞ্জলি চক্রও নিজের ইনস্টাগ্রামে লিখেছেন। সুফি নিজের ভুল স্বীকার করে বিশ্বাসভঙ্গের কথা জানালেও, অঞ্জলি সেটা মেনেই নিয়েছেন।

অঞ্জলি লেখেন, শুনে ধাক্কা লাগতে পারে, কিন্তু আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। আমরা আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সুফির প্রতি কোনও নেতিবাচক প্রতিক্রিয়া ধেয়ে আসুক, সেটা আমি চাই না।

নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে ওয়েডিং প্ল্যানারের ব্যবসা করেন অঞ্জলি । আর সুফি থাকেন নিউইয়র্কে। তিনি লাইফস্টাইল ও ট্রাভেল কনটেন্ট মেকার। তাঁদের যৌথ যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। দেশের সীমানা, ধর্ম, সংস্কৃতি ইত্যদির বাধা অতিক্রম করে তাদের এই প্রেম বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এক বছর আগে তাদের বাগদানও হয়। সেই অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো। নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেন সুফি। এরপরই তারা জানান যে, ২০২৪ সালের তাদের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হবে। সেদিনে সেই ভিডিও সবার সঙ্গে শেয়ারও করেন এই জুটি।

‘সুফি অ্যান্ড অঞ্জলি’ নামে তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সাড়ে ১৩ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের। অঞ্জলি এবং সুফি দুজনেই জানিয়েছেন, আপাতত তাঁরা ইন্টারনেটের জগৎ থেকে দূরে থাকতে চান। কিছুটা নিভৃতে সময় কাটাতকে চান। রাস্তা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি কোনও ক্ষোভ বা ঘৃণা নেই দুজনেরই। সুফির স্বীকারোক্তির পরেই নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করে অঞ্জলি জানিয়েছেন, এই পাঁচ বছরের সম্পর্কে অনেক কিছুই পেয়েছেন তিনি। সুফির প্রতি কোনও রাগ বা অভিমান নেই।

ভারতীয় বংশদ্ভুত অঞ্জলি আরও যোগ করেন, পাঁচ বছরের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে গুরুত্বপূর্ণ, খুব সুন্দর সময় কাটিয়েছে, অসংখ্য ভাল স্মৃতি রয়েছে। এটা দুর্ভাগ্য যে এই জার্নি এখানেই শেষ হচ্ছে, কিন্তু সুফির প্রতি কোনও খারাপ ভাবনা নেই তাঁর। আগামী দিনেও থাকবে না। সূত্র : একাত্তর টিভি।