নিউইয়র্ক ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সু চির বাড়ি নিলামে উঠলেও এলেন না কোনও ক্রেতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / ৪৬ বার পঠিত

হিলারি ক্লিনটন ও মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ছবি : রয়টার্স

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার ( ২০ মার্চ) নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে কেউ আসেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির বাড়ির আয়তন প্রায় ১ দশমিক ৯২ একর। বাড়িটির মালিকানা নিয়ে বড় ভাই অং সান ও–এর সঙ্গে সু চির বিরোধ আছে। সেটি নিয়ে আইনি লড়াই চলছে। বাড়ির ভাগ চেয়ে ২০০০ সালে মামলা করেন অং সান ও। ২০১৬ সালে ওই মামলার রায় হয়। পুরো সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমানভাগে ভাগ করার নির্দেশ দেন আদালত। কিন্তু সেই রায়ের আপিল করেন অং সান ও।

আইনি লড়াইয়ের পর বাড়িটি নিলামে তোলার নির্দেশ দেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট। তারপরই বাড়িটি নিলামে উঠেছে। এদিকে, নিলামে বাড়িটি বিক্রি না হওয়ার প্রসঙ্গে সুচির প্রতিক্রিয়া জানা যায়নি। তাছাড়া জান্তা সরকারের মুখপাত্রের প্রতিক্রিয়াও জানা যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে সু চিকে গ্রেফতার করে সামরিক বাহিনী। পাশাপাশি দেশটির অনেক রাজনীতিককে বন্দি করা হয়। ১৯টি ফৌজদারি মামলায় ২৭ বছরের সাজা হয়েছে সুচির। এর মধ্যে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। সবগুলো অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সু চির বাড়ি নিলামে উঠলেও এলেন না কোনও ক্রেতা

প্রকাশের সময় : ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার ( ২০ মার্চ) নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে কেউ আসেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির বাড়ির আয়তন প্রায় ১ দশমিক ৯২ একর। বাড়িটির মালিকানা নিয়ে বড় ভাই অং সান ও–এর সঙ্গে সু চির বিরোধ আছে। সেটি নিয়ে আইনি লড়াই চলছে। বাড়ির ভাগ চেয়ে ২০০০ সালে মামলা করেন অং সান ও। ২০১৬ সালে ওই মামলার রায় হয়। পুরো সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমানভাগে ভাগ করার নির্দেশ দেন আদালত। কিন্তু সেই রায়ের আপিল করেন অং সান ও।

আইনি লড়াইয়ের পর বাড়িটি নিলামে তোলার নির্দেশ দেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট। তারপরই বাড়িটি নিলামে উঠেছে। এদিকে, নিলামে বাড়িটি বিক্রি না হওয়ার প্রসঙ্গে সুচির প্রতিক্রিয়া জানা যায়নি। তাছাড়া জান্তা সরকারের মুখপাত্রের প্রতিক্রিয়াও জানা যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে সু চিকে গ্রেফতার করে সামরিক বাহিনী। পাশাপাশি দেশটির অনেক রাজনীতিককে বন্দি করা হয়। ১৯টি ফৌজদারি মামলায় ২৭ বছরের সাজা হয়েছে সুচির। এর মধ্যে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। সবগুলো অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

হককথা/নাছরিন