বিজ্ঞাপন :
পাঁচ বছর পর

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৬৯ বার পঠিত
দীর্ঘ পাঁচ বছর পর আবারও সরাসরি বিমান চলাচল শুরু করছে চীন ও ভারত। সোমবার চীন সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উন ওয়েইডংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ দেওয়ার সিদ্ধান্ত ভারতে যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে, মনে করা হচ্ছে, তা প্রশমনে চীন আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা না হলেও মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বিষয়টি ভারত তুলেছিল। কোভিডের কারণে ২০২০ সালের মে মাস থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ। এনডিটিভি।
Tag :