গুলি করে হত্যার পর ফিলিস্তিনির মরদেহের ওপর গাড়ি চালিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- প্রকাশের সময় : ০৩:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৪০ বার পঠিত
ইসরায়েল দক্ষিণ ও সেন্ট্রাল গাজায় প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গাজা, ৮ জানুয়ারি ছবি : রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে তিন নাগরিককে গুলি করে হত্যার পর একজনের দেহের ওপর দিয়ে সামরিক যান চালিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের তুলকারেম এলাকার এ ঘটনার একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে, পশ্চিম তীরের তুলকারেম এলাকায় ফিলিস্তিনের তিন নাগরিককে গুলি করে হত্যার পর একজনের দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েল দক্ষিণ ও মধ্য গাজায় প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। আল-আকসা হাসপাতালের আশপাশেও বোমা হামলার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ক্ষুধা, পানিশূন্যতা ও রোগের কারণে গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য একটি ‘প্রাণঘাতী চক্র’ সৃষ্টি হয়েছে।
এদিকে গাজায় চলমান যুদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি গাজায় বেসামরিক সুরক্ষা ও সাহায্য বিতরণের জন্য চাপ দেবেন।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৩ হাজার ৮৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ হাজার ৬০০ শিশু আছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৫৯ হাজার মানুষ। সূত্র :প্রথম আলো
হককথা/নাছরিন