বিজ্ঞাপন :
জাপান এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ আগুন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৬:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ৮২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
বিবিসি জানিয়েছে, ‘মঙ্গলবার সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরে একটি রানওয়েতে অবতরণের সময় জাপান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়।’
সম্প্রচারকারী এনএইচকে-এর ফুটেজে দেখা গেছে বিমানের জানালা থেকে এবং এর নিচে আগুনের শিখা বেরিয়ে আসছে। এছাড়া রানওয়েও জ্বালছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, হানেদায় অবতরণের পর বিমানটি অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে।
গণমাধ্যমটি আরও জানায় যে জেএএল ৫১৬ প্লেনটি হোক্কাইডো থেকে উড্ডয়ন করেছিল।
হককথা/নাছরিন