বিজ্ঞাপন :
১২৮ বছরের জাহাজের ধ্বংসাবশেষ
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ৫২ বার পঠিত
১৮৯৫ সালের ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওহিও থেকে কয়লা নিয়ে জাহাজ আফ্রিকা কানাডার অন্টারিওর উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার একটি হ্রদের তলদেশে তথ্যচিত্র ধারণ করতে গিয়ে ১২৮ বছরের পুরনো জাহাধেজর সন্ধান পেয়েছে তথ্যচিত্র নির্মাণকারী একটি দল। সম্প্রতি তথ্যচিত্র নির্মাতা ইভোনি ড্রেবার্ট ও জেক মেলনিক কানাডার হুরন হ্রদের তলদেশে বিশাল ঝিনুকের দলের ভিডিও চিত্র ধারণ করতে গিয়েছিলেন। সেখানেই তাঁরা ‘আফ্রিকা’ নামের জাহাজটির সন্ধান পান। ১৮৯৫ সালের ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওহিও থেকে কয়লা নিয়ে জাহাজ আফ্রিকা কানাডার অন্টারিওর উদ্দেশে যাত্রা করেছিল।
কিন্তু ঝড়ের কবলে পড়ে সেটি আর গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি। ১০০ বছরের বেশি সময় পেরিয়ে অবশেষে হুরন হ্রদের ২৭৫ ফুট গভীরে জাহাজটির ধ্বংসাবশেষ মিলল। মেলনিক বলেন, পানির গভীরে প্রবেশের কয়েক মিনিটের মধ্যে জাহাজের কাঠামোটির দেখা মেলে। এমন আবিষ্কারে অভিভূত তিনি। সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক পোস্ট
হককথা/নাছরিন