পাহাড়ের নিচে ৬০ লাখ বছর আগের পানির আধারের সন্ধান

- প্রকাশের সময় : ০৪:৩৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ৪৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : মাটির কয়েক হাজার ফুট নিচে কমপক্ষে ৬০ লাখ বছর আগে আটকা পড়ে মিষ্টি পানির একটি আধার সৃষ্টি হয়ে তা ফসিলে পরিণত হয়েছে। সিসিলিতে হাবলিয়ান পাহাড়ের নিচে এমন একটি ‘ফসিল গ্রাউন্ড ওয়াটার পুলে’র সন্ধান মিলেছে। সেখানে একটি জলাশয় তৈরি হয়, যা এখন আর নেই। অনলাইন লাইভ সায়েন্স এ খবর দিয়েছে। এতে বলা হয়, এখনও পাহাড়ের নিচে ‘বারিড’ অবস্থায় বিদ্যমান ওই জলাশয়। নতুন এক গবেষণায় এর সন্ধান মিলেছে। মেসিনিয়ানরা যখন লবণাক্ততা সংকটে ভুগছিলেন তখন মাটির নিচে এই পানি আটকা পড়ে। ওই সময় জিব্রালটা প্রণালীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে ভূমধ্যসাগর শুকিয়ে গিয়েছিল। এ ঘটনায় সমুদ্রতলার পানি পৃথিবীর খাঁজে খাঁজে আটকা পড়ে। সম্প্রতি কমিউনিকেশন্স আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়েছে।
ইতালির সিসিলিতে ওই পাহাড়ের ২৩০০ থেকে ৮২০০ ফুট গভীর পর্যন্ত এই পানির বিস্তার। সেখানে পানি জমে থাকার বিষয়টি এবং গেলা গঠন নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। গেলা হলো তেলের রক্ষাণাগার এবং বেশ কিছু গভীর কূপের জন্য সুপরিচিত। ওই জলাধারের একটি থ্রিডি মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। তারা আন্দাজ করছেন সেখানে ৪.২ ঘন মাইল পানি থাকতে পারে। স্কটল্যান্ডের লোচ নেসে যে পরিমাণ পানি আছে, তার দ্বিগুণেরও বেশি এই পানি। এরপর থ্রিডি মডেল ব্যবহার করে ওই এলাকার অতীত গঠন নিয়ে গবেষণা করেন তারা। এই অঞ্চলটি হাইবলায়েন উপত্যকা থেকে মাল্টা উপত্যকা পর্যন্ত বিস্তৃত। সূত্র : মানবজমিন
হককথা/নাছরিন