পাকিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৩৬
- প্রকাশের সময় : ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৫০ বার পঠিত
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টি দেখা দিয়েছে। এর ফলে প্রদেশের নৈসর্গিক সোয়াত উপত্যকা, খাইবার জেলা এবং অন্যান্য জায়গায় ভূমিধস এবং ঘরবাড়ি ভেঙে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
ডনের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনের টানা শীতকালীন বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বালুচিস্তান প্রদেশ।
খবরে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৫০ জন। ভূমিধসে বন্ধ হয়ে গেছে একাধিক রাস্তা। এর ফলে পাকিস্তানের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পাকিস্তানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শীতকালীন বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বালুচিস্তান প্রদেশের উপকূলীয় শহর গোয়াদরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। দুর্যোগ মোকাবেলা বাহিনী নৌকার সাহায্যে সেখানকার দুর্গতদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রদেশটিতে ৭০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরেও ব্যাপক বৃষ্টি হয়েছে। সেখানেও হতাহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান এবং চীনের সংযোগকারী কারাকোরাম জাতীয় সড়কেও ধস নেমেছে। সড়কের উপর থেকে ভূমিধসের ধ্বংসাবশেষ সরানোর জন্য কাজ শুরু করে দিয়েছে দুর্যোগ মোকাবেলা বিভাগ। সেখানে জরুরি ত্রাণ ও ভারী যন্ত্রপাতি পাঠানো হচ্ছে।
খারাপ আবহাওয়ার কারণে প্রশাসনের তরফে পর্যটকদের উত্তরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকজন পর্যটক সেখানে আটকে পড়েছিলেন। তারপরই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
হককথা/নাছরিন