ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ৩ ভারতীয়

- প্রকাশের সময় : ০৮:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১০৭ বার পঠিত
লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নিহত ও দুজন আহত হয়েছেন। তারা তিনজনই ভারতের কেরালার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ইসরায়েলে নিহত ওই ভারতীয়র নাম পত্নিবিন ম্যাক্সওয়েল। তিনি কেরালার কোল্লাম জেলার বাসিন্দা। খবরে বলা হয়েছে, পত্নিবিন ম্যাক্সওয়েলের দেহ শণাক্তকরণ করা হয় ইসরায়েলের জিভ হাসপাতালে। জানা গেছে, ইসরায়েলের উত্তর সীমান্তে এই মিসাইল এসে পড়ে। সেখানেই মারা যান তিনি। ইসরায়েলের মার্গালিয়টে একটি কৃষিজমিতে কাজ করছিলেন পত্নিবিন।
কেরালার বাসিন্দা ম্যাক্সওয়েল ছাড়াও বুশ জোসেফ জর্জ ও পল মেলভিন নামের ২ জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ‘মুখ ও শরীরে আঘাতের পর জর্জকে পেটাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি অপারেশন হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভারতে তার পরিবারের সাথে কথা বলতে পারেন।’
এদিকে মেলভিন সামান্য আহত হয়েছিলেন এবং উত্তর ইসরায়েলি শহর সাফেদের জিভ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা। লেবানন থেকে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হামাসকে সমর্থন দিয়ে বিভিন্ন সময় ইসরাইলে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই হামাস নিধনের নামে গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনবাহিনী। এ হামলায় এরই মধ্যে ৩০ হাজার ৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। ভুক্তভোগীদের বেশিরভাগই নারী ও শিশু।
হককথা/নাছরিন