লিবিয়ার উপকূলে আটকে পড়া ২৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

- প্রকাশের সময় : ১২:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৪৬ বার পঠিত
ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলে নৌযান বিকল হয়ে আটকে পড়া ২৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্সের অভিবাসী উদ্ধারকারী সংস্থা এসওএস মেডিটেরেনি। রোববার উদ্ধার করা হয়েছে তাদের।
এক বিবৃতিতে এসওএস মেডিটেরেনি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৩ জন নারী এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এই অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ২ জনের বয়স ৪ বছরেরও কম। আপাতত তাদেরকে আন্তর্জাতিক মানবিক সহযোগিতা সংস্থা রেড ক্রসের তত্ত্বাবধানে এসওএস মেডিটেরেনির নিজস্ব জাহাজ ওশন ভাইকিংয়ে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌযানটি। কিন্তু কিছুদূর যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে যায় সেটির। সে সময় এই অভিবাসনপ্রত্যাশীদের কয়েকজন তাদের সঙ্গে থাকা অ্যালার্ম ফোনের মাধ্যমে উদ্ধারের আর্তি জানান। তাতে সাড়া দিয়ে সেখানে পৌঁছে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে এসওএস মেডিটেরেনি। ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলের অপর প্রান্তেই ইতালির উপকূল। উন্নত জীবনযাপনের আশায় প্রতিদিন শত শত অভিবাসনপ্রত্যাশী এই পথ দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।
বিশ্বের সবচেয়ে বিপদসংকুল পথগুলোর একটি হলো এই সমুদ্রপথ। তাই এ পথে নৌকাডুবে নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটে প্রায়েই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিখোঁজ হয়েছেন ২৪৭ জন। এর আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকৈ ডিসেম্বর পর্যন্ত এই পথে নিখোঁজ হয়েছেন অন্তত ২ হাজার ৩৬০ জন। সূত্র : এএফপি