নিউইয়র্ক ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আফগানিস্তানে প্রবল তুষারপাতে নিহত ১৫

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / ৭১ বার পঠিত

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে চলছে প্রবল তুষারপাত। এতে বরফে ঢেকে গেছে রাস্তা-ঘাট ও বাড়ির ছাদ। দেশটিতে তুষারপাতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। প্রতিবেদনে বলা হয়, বালখ ও ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে তুষারপাতের কারণে। খাদ্যের অভাব ও তীব্র ঠাণ্ডার কারণে রাজ্য দু’টিতে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে।

প্রবল তুষারপাতের কারণে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাবার-দাবার বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছতে পারছে না সেখানে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের। অনেক জায়গায় বরফের জেরে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। তাই নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়েছেন অনেকে।

তালেবান সরকারের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তায়িন বলেছেন, পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি প্রদেশে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন খুব দ্রুত সব রাস্তা থেকে বরফ সরানোর জন্য উদ্যোগ নিয়েছে। তুষারপাতের জন্য যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধার করতেও টিম পাঠানো হচ্ছে।

সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন এ পরিস্থিতিতে খুব দ্রুত সরকারি সাহায্য প্রয়োজন।

তালেবান সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় কয়েকজন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।। ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বরাদ্দ এবং বিভিন্ন প্রদেশে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে। সূত্র : ঢাকা মেইল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আফগানিস্তানে প্রবল তুষারপাতে নিহত ১৫

প্রকাশের সময় : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে চলছে প্রবল তুষারপাত। এতে বরফে ঢেকে গেছে রাস্তা-ঘাট ও বাড়ির ছাদ। দেশটিতে তুষারপাতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। প্রতিবেদনে বলা হয়, বালখ ও ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে তুষারপাতের কারণে। খাদ্যের অভাব ও তীব্র ঠাণ্ডার কারণে রাজ্য দু’টিতে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে।

প্রবল তুষারপাতের কারণে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাবার-দাবার বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছতে পারছে না সেখানে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের। অনেক জায়গায় বরফের জেরে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। তাই নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়েছেন অনেকে।

তালেবান সরকারের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তায়িন বলেছেন, পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি প্রদেশে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন খুব দ্রুত সব রাস্তা থেকে বরফ সরানোর জন্য উদ্যোগ নিয়েছে। তুষারপাতের জন্য যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধার করতেও টিম পাঠানো হচ্ছে।

সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন এ পরিস্থিতিতে খুব দ্রুত সরকারি সাহায্য প্রয়োজন।

তালেবান সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় কয়েকজন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।। ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বরাদ্দ এবং বিভিন্ন প্রদেশে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে। সূত্র : ঢাকা মেইল।