৯ বছরে কানাডায় ৫০ হাজার মানুষের মৃত্যু, নেপথ্যে যে কারণ
- প্রকাশের সময় : ০২:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ১০ বার পঠিত
কানাডায় ওপিওডের অতিমাত্রা ব্যবহারে মৃত্যু বেড়ে যাওয়ার পেছনে রয়েছে ফেন্টানল। সরকারি নতুন এক উপাত্তে এমনটা দেখা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার এ দেশটিতে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত অর্থাৎ ৯ বছরের মধ্যে ওপিওডের অতিমাত্রা ব্যবহারের ফলে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা
ওই সময়ের মধ্যে ফেন্টানল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কখনও কখনও এটি ব্যাথানাশক হিসেবেও ব্যবহার করা হয়েছে। ফলে ৪৯ হাজার ১০৫ মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ফেন্টানলের কারণে মৃত্যু বেড়েই চলছে। চলতি বছর ৭৮ শতাংশ মৃত্যু হয়েছে ওপিওড জনিত। যা ২০১৬ সালের তুলনায় ৩৯ শতাংশ বেশি। কানাডা এমন এক সময় এই তথ্য প্রকাশ করেছে যখন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আগামী দুই সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসে যাবেন।
দায়িত্ব গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্প কাডানায় ড্রাগের ব্যবহার বৃদ্ধি নিয়ে কথা বলেছেন। শুধু তাই নয় কানাডা এবং মেক্সিকো যদি এ বিষয়ে যদি কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই দুই দেশের জন্য ২৫ শতাংশ শুঙ্ক আরোপ করা হবে বলে জানান।
এ অবস্থায় কানাডিয়ান কর্তৃপক্ষ দেশটিতে ফেন্টানলের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই পদার্থ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর ওপর বেশি নজর দিচ্ছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে কানাডায় তৈরি ফেন্টানল জব্দের ঘটনা ইঙ্গিত দেয় যে, দেশের অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি ফেন্টানল উৎপাদন হওয়ায় কানাডা এখন ফেন্টানল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সূত্র : চ্যানেল ২৪