৫ ইসরায়েলি সেনাকে জিম্মি করেছে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা : প্রতিবেদন

- প্রকাশের সময় : ০৬:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১০২ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা পাঁচ ইসরায়েলি সেনাকে জিম্মি করেছে। শনিবার সংবাদ সংস্থা আল-অ্যারাবিয়া গাজা উপত্যকার গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
এর আগে আজ শনিবার হামাস গাজা উপত্যকা থেকে রকেট ছুড়ে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ শুরু করে। হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেইফ এক বিবৃতিতে বলেছেন, ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শুরু করতে শনিবার ভোরে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে।
ভারি আক্রমণ চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে অনুপ্রবেশ করেছে বলে জানা যায়।
জেরুজালেমসহ দক্ষিণ ও মধ্য ইসরায়েলজুড়ে সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে আক্রমণ চালানোর পর। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, পরিস্থিতি যুদ্ধের পর্যায়ে রয়েছে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।
ইসরায়েল এবং হামাস ২০২১ সালে ১০ দিনের যুদ্ধে লিপ্ত হওয়ার পর থেকে আজ শনিবারের ঘটনাটি সবচেয়ে গুরুতর ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম দক্ষিণ ইসরায়েলের শহরগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের দল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ হামাসের সংবাদমাদ্যমে অভিযান শুরু করার ঘোষণা দেন এবং সব ফিলিস্তিনিকে ইসরায়েলের মোকাবেলা করার আহ্বানও জানান। সূত্র : আল-অ্যারাবিয়া