নিউইয়র্ক ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৯১ বার পঠিত

ধসের কারণে আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিকিমে ধসের কারণে আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই নিয়ে চলতি বছরে মোট ছয়বার আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল তারা। উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং থেকে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে দেশ-বিদেশের প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করে ভারতীয় সেনারা। তাদের মধ্যে একজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার ওই পর্যটকরা লাচুং ও লাচেন ভ্যালিতে ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। এরপর চুংথাংয়ে রাস্তায় ধস নামার কারণে সেখানেই আটকে যায় পর্যটকরা। অনেক চেষ্টা করেও তারা বের হওয়ার পথ পাচ্ছিলেন না।

আরোও পড়ুন । সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

এরপরই উত্তর সিকিমের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে খবর পাঠানো হয় ভারতীয় সেনাবাহিনীর কাছে। খবর পাওয়া মাত্রই ভারতীয় সেনা, ত্রিশক্তি কর্পস, বর্ডার রোড অর্গানাইজেশন ঘটনাস্থলে ছুটে যায়। তারা আটকে থাকা পর্যটকদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে আছেন ২১৬ জন পুরুষ, ১১৩ জন নারী ও ৫৪ জন শিশু। উদ্ধার করে পর্যটকদের সেনাবাহিনীর তিনটি আলাদা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পর্যটকদের জন্য একটি বিশেষ মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছিল। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। মেডিকেল টিমের পক্ষ থেকে দ্রুত ওই নারীকে স্থানীয় হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

পরে জানা যায়, ওই নারী গুরুদংমার লেকে ঘুরতে গিয়েছিলেন। অতিরিক্ত উচ্চতায় তার শ্বাসকষ্ট হয় ও শারিরীক অবস্থার অবনতি হয়। সেনার ক্যাম্পে পর্যটকদের গরম কাপড়, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শুধু তাই নয়। পর্যটকরা যাতে প্রবল শীতে ভালোভাবে রাত কাটাতে পারেন তার জন্য সেনারা নিজেদের ব্যারাক পর্যন্ত খালি করে দেন। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি হিমালয়ের অতিরিক্ত উচ্চতায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধারে সব সময় তৎপর ছিল আমাদের সেনারা।’ সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী

প্রকাশের সময় : ০২:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিকিমে ধসের কারণে আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই নিয়ে চলতি বছরে মোট ছয়বার আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল তারা। উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং থেকে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে দেশ-বিদেশের প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করে ভারতীয় সেনারা। তাদের মধ্যে একজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার ওই পর্যটকরা লাচুং ও লাচেন ভ্যালিতে ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। এরপর চুংথাংয়ে রাস্তায় ধস নামার কারণে সেখানেই আটকে যায় পর্যটকরা। অনেক চেষ্টা করেও তারা বের হওয়ার পথ পাচ্ছিলেন না।

আরোও পড়ুন । সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

এরপরই উত্তর সিকিমের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে খবর পাঠানো হয় ভারতীয় সেনাবাহিনীর কাছে। খবর পাওয়া মাত্রই ভারতীয় সেনা, ত্রিশক্তি কর্পস, বর্ডার রোড অর্গানাইজেশন ঘটনাস্থলে ছুটে যায়। তারা আটকে থাকা পর্যটকদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে আছেন ২১৬ জন পুরুষ, ১১৩ জন নারী ও ৫৪ জন শিশু। উদ্ধার করে পর্যটকদের সেনাবাহিনীর তিনটি আলাদা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পর্যটকদের জন্য একটি বিশেষ মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছিল। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। মেডিকেল টিমের পক্ষ থেকে দ্রুত ওই নারীকে স্থানীয় হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

পরে জানা যায়, ওই নারী গুরুদংমার লেকে ঘুরতে গিয়েছিলেন। অতিরিক্ত উচ্চতায় তার শ্বাসকষ্ট হয় ও শারিরীক অবস্থার অবনতি হয়। সেনার ক্যাম্পে পর্যটকদের গরম কাপড়, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শুধু তাই নয়। পর্যটকরা যাতে প্রবল শীতে ভালোভাবে রাত কাটাতে পারেন তার জন্য সেনারা নিজেদের ব্যারাক পর্যন্ত খালি করে দেন। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি হিমালয়ের অতিরিক্ত উচ্চতায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধারে সব সময় তৎপর ছিল আমাদের সেনারা।’ সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

বেলী/হককথা