৩ বছর পর মুক্ত সৌদি রাজকুমারী

- প্রকাশের সময় : ০৬:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৩৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : পোশাক থেকে শুরু করে গাড়ি চালানোর অধিকার, সব ক্ষেত্রেই গণ্ডি টেনে দিয়েছে প্রশাসন, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে মানবাধিকার এবং বিশেষত নারীদের এক্তিয়ার নিয়ে কথা বলতেন তিনি!
ফলে আজ না-হোক কাল যে তাঁকে রাজপরিবারের রোষের মুখে পড়তে হবেই, তা অনুমান করেছিলেন অনেকেই। হয়েছেও তেমনটাই। রাজকন্যা হওয়া সত্ত্বেও রাজকুমারী বাসমা বিন্ট সৌদ বিন আব্দুলাজ়িজ় আল-সৌদের ঠাঁই হয় রাজনৈতিক বন্দিদের সঙ্গে। কারাগারে। গ্রেফতারির সময় সঙ্গে থাকায় মায়ের সঙ্গে বন্দি হতে হয় তাঁর মেয়ে সুহুদ আল-শারিফকেও। তবে বছর তিনেকের সেই বন্দি দশা কাটিয়ে সম্প্রতি মুক্তি পেলেন এই দু’জনেই। এর নেপথ্যে নাকি রয়েছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন।
২০১৯ সালের মার্চ মাসে চিকিৎসার জন্য সুইৎজ়ারল্যান্ডে যাওয়ার পথে হঠাৎ উধাও হয়ে যান রাজকুমারী বাসমা। আদতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কোনও অভিযোগ ছাড়াই! এপ্রিলে প্রথম পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাসমা। জানাতে পারেন যে সুইৎজ়ারল্যান্ডের বিমান ধরার আগেই তাঁকে ধরে নিয়ে আসা হয়েছে।
হককথা/এসএ