২২২ ঘণ্টা পর জীবিত নারী উদ্ধার

- প্রকাশের সময় : ১২:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৬ বার পঠিত
তুরস্ক-সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃত্যুর মিছিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ বুধবার পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ধংস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকলেও তাদের জীবত উদ্ধার করার সম্ভাবনা এখন ক্ষীণ। তবে এরপরও অলৌকিকভাবে জীবন উদ্ধারের খবর দুই একটি আসছে।
তেমনি, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে। মেলিক ইমামোগ্লু নামের এই নারী, সেখানে প্রায় ২২২ ঘন্টা আটকে ছিলেন।
টিভি ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা তাকে স্ট্রেচারে করে কাছের একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযানের নবম দিনে জীবিত ব্যক্তিদের উদ্ধার হওয়ার সম্ভাবনা ধীর হয়ে গেছে। কাহরামানমারাস ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি স্থান। সূত্রঃ দৈনিক ইত্তেফাক