২০২২ সালে বিশ্বে রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর
- প্রকাশের সময় : ১১:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ৬৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাঁচ বছরের মধ্যে ২০২২ সালে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সংস্থাটির তথ্য বলছে, গত বছর বিশ্বে ৮৮৩টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার অ্যামনেস্টির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সাল থেকে ২০২২ সালে বিশ্বে মৃত্যুদণ্ডের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। তবে চীন থেকে দেশটি মৃত্যুদণ্ডের কোনো তথ্য পায়নি অ্যামনেস্টি।
আরোও পড়ুন। লটারি বিক্রি করে ৯০০ কোটি ‘লাভ’!‘লটারির রাজার’ বাড়িতে অভিযান
ধারণা করা হচ্ছে, দেশটিতে ২০২২ সালে হাজারের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অ্যামনেস্টি জানায়, চীন বাদে বিশ্বের ৯০ শতাংশ মৃত্যুদণ্ডই কার্যকর হয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার তিনটি দেশে। এদের মধ্যে ইরানে ৫৭৬ জন, সৌদিতে ১৯৬ জন, মিসরে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সুমি/হককথা