নিউইয়র্ক ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়তে ওয়াচটেলকে নিয়োগ করল আদানি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৬ বার পঠিত

নিউইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে ভিত নড়ে গিয়েছে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট আদানি গোষ্ঠীর। আদানিগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবার সেই হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়াইকে আইনের আঙিনায় নিয়ে আসতে চলেছেন। সেজন্য বিশ্বের সবচেয়ে দামি আইনি পরামর্শদাতা সংস্থা নিউইয়র্কের ‘ওয়াচটেল, লিপ্টন, রোজ়েন অ্যান্ড কাটজ়’কে নিয়োগ করেছেন। খবর ফিনান্সিয়াল টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আদানি গোষ্ঠী নিউইয়র্কের ‘ওয়াচটেল, লিপ্টন, রোজ়েন অ্যান্ড কাটজ়’-এর অভিজ্ঞ আইনজীবীদের নিয়োগ করেছে। জানুয়ারি মাসে হিন্ডেনবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়, আদানি গোষ্ঠীর সংস্থাগুলি হিসাবে গরমিল এবং বাজার নিয়ন্ত্রণের কারসাজি করে লাভের অঙ্ক বাড়িয়েছে। তার বিরুদ্ধে এই সংস্থা আদানিদের আইনি পরামর্শ দেবে।’

এর আগে ইলন মাস্ককে আইনি ‘সবক’ শেখাতে সেই সময় টুইটার নিয়োগ করেছিল নিউইয়র্কের আইনি পরামর্শদাতা সংস্থা ‘ওয়াচটেল’কে। আবার শেয়ার হোল্ডারদের সঙ্গে বিবাদ যখন আদালতের চৌহদ্দিতে পৌঁছয় তখন টেসলা এবং মাস্কের ‘মসিহা’ হয়ে উঠেছিল এই ‘ওয়াচটেল’ই। এ বার আদানি গোষ্ঠীর হয়ে আমেরিকার আদালতে হিন্ডেনবার্গের উদ্দেশ্য নিয়ে সওয়াল করবে এই আইনি পরামর্শদাতা সংস্থা। এই আইনি সংস্থাটি কেবল নামজাদাই নয়, তাদের নিয়োগ করতেও কম ‘গ্যাঁটের কড়ি’ খরচ হয় না। জানা যাচ্ছে, আমেরিকায় ওয়াচটেলের পরামর্শই সবচেয়ে মহার্ঘ।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়তে ওয়াচটেলকে নিয়োগ করল আদানি

প্রকাশের সময় : ০১:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

নিউইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে ভিত নড়ে গিয়েছে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট আদানি গোষ্ঠীর। আদানিগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবার সেই হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়াইকে আইনের আঙিনায় নিয়ে আসতে চলেছেন। সেজন্য বিশ্বের সবচেয়ে দামি আইনি পরামর্শদাতা সংস্থা নিউইয়র্কের ‘ওয়াচটেল, লিপ্টন, রোজ়েন অ্যান্ড কাটজ়’কে নিয়োগ করেছেন। খবর ফিনান্সিয়াল টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আদানি গোষ্ঠী নিউইয়র্কের ‘ওয়াচটেল, লিপ্টন, রোজ়েন অ্যান্ড কাটজ়’-এর অভিজ্ঞ আইনজীবীদের নিয়োগ করেছে। জানুয়ারি মাসে হিন্ডেনবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়, আদানি গোষ্ঠীর সংস্থাগুলি হিসাবে গরমিল এবং বাজার নিয়ন্ত্রণের কারসাজি করে লাভের অঙ্ক বাড়িয়েছে। তার বিরুদ্ধে এই সংস্থা আদানিদের আইনি পরামর্শ দেবে।’

এর আগে ইলন মাস্ককে আইনি ‘সবক’ শেখাতে সেই সময় টুইটার নিয়োগ করেছিল নিউইয়র্কের আইনি পরামর্শদাতা সংস্থা ‘ওয়াচটেল’কে। আবার শেয়ার হোল্ডারদের সঙ্গে বিবাদ যখন আদালতের চৌহদ্দিতে পৌঁছয় তখন টেসলা এবং মাস্কের ‘মসিহা’ হয়ে উঠেছিল এই ‘ওয়াচটেল’ই। এ বার আদানি গোষ্ঠীর হয়ে আমেরিকার আদালতে হিন্ডেনবার্গের উদ্দেশ্য নিয়ে সওয়াল করবে এই আইনি পরামর্শদাতা সংস্থা। এই আইনি সংস্থাটি কেবল নামজাদাই নয়, তাদের নিয়োগ করতেও কম ‘গ্যাঁটের কড়ি’ খরচ হয় না। জানা যাচ্ছে, আমেরিকায় ওয়াচটেলের পরামর্শই সবচেয়ে মহার্ঘ।