নিউইয়র্ক ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হিজাব পরার পক্ষে বিক্ষোভ, কর্নাটকে ৫৮ স্কুলছাত্রী বরখাস্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ৭৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব বা কোনও ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই ফরমানের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশের কথা জানান। তারপরই তিনি ইস্তফা দেন।
এদিকে গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রীরা। তারপরই তাদের সাসপেন্ড করা হয়। অন্তত ৫৮ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।
যদিও সাসপেন্ড হওয়ার পরও দাবিতে অনড় ছাত্রীরা। তাদের সাফ কথা, ‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করবো না।’
সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে।
প্রশাসনের দাবি, গত তিনদিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।
গত কিছুদিন ধরেই কর্নাটকে হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ চলছে। -আনন্দবাজার পত্রিকা
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হিজাব পরার পক্ষে বিক্ষোভ, কর্নাটকে ৫৮ স্কুলছাত্রী বরখাস্ত

প্রকাশের সময় : ০৫:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব বা কোনও ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই ফরমানের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশের কথা জানান। তারপরই তিনি ইস্তফা দেন।
এদিকে গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রীরা। তারপরই তাদের সাসপেন্ড করা হয়। অন্তত ৫৮ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।
যদিও সাসপেন্ড হওয়ার পরও দাবিতে অনড় ছাত্রীরা। তাদের সাফ কথা, ‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করবো না।’
সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে।
প্রশাসনের দাবি, গত তিনদিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।
গত কিছুদিন ধরেই কর্নাটকে হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ চলছে। -আনন্দবাজার পত্রিকা
হককথা/এমউএ