হামাসের হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য
- প্রকাশের সময় : ০৬:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৩৪ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : হামাসের সশস্ত্র দলটি ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে। হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেইফ এক বিবৃতিতে বলেছেন, ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শুরু করতে শনিবার ভোরে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে। এদিকে ইসরায়েলও গাজা থেকে অনুপ্রবেশের খবর দিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘হামাস তার দেশের বিরুদ্ধে গুরুতর ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং যুদ্ধ শুরু করেছে।
সৈন্যরা (ইসরায়েলি) প্রতিটি স্থানে শত্রুর সঙ্গে লড়াই করছে। ইসরায়েল রাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে।’ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, তারা যুদ্ধের পর্যায়ে চলে গেছে এবং ১২টির বেশি যুদ্ধবিমান গাজায় হামাসের আস্তানায় বিমান হামলা চালাচ্ছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের নাগরিকরা যুদ্ধের মধ্যে আছে।
কোনো অভিযানের মধ্যে নয়, এটি যুদ্ধ। আজ সকালে হামাস ইসরায়েল রাষ্ট্র এবং তার নাগরিকদের হত্যার উদ্দেশ্যে আশ্চর্যজনকভাবে হামলা শুরু করেছে। আমরা সকাল থেকেই এই হামলার বিরুদ্ধে লড়ে যাচ্ছি।’তিনি বলেন, ‘আমি নিরাপত্তা ব্যবস্থার প্রধানদের ডেকেছিলাম।
প্রথমেই নির্দেশ দিয়েছি, যে সন্ত্রাসীরা আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে তাদের নির্মূল করতে বলেছি। কিছুক্ষণের মধ্যেই এই অভিযান শুরু হয়েছে। একই সময়ে, বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত রাখতে বলেছি এবং একটি প্রতিশোধমূলক যুদ্ধের নির্দেশ দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কল্পনাও করেনি। আমি ইসরায়েলের সকল নাগরিককে সেনাবাহিনীর নির্দেশাবলী এবং হোম কমান্ডের নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি।
আমরা যুদ্ধ করছি এবং আমরা এই যুদ্ধে জিতব।’
হামাসের সশস্ত্র যোদ্ধারা ব্যাপক হামলা চালিয়ে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে অনুপ্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি শহরের সেডরোটের রাস্তায় পথচারীদের ওপর গুলি চালাচ্ছে। গাজা থেকে ব্যাপক রকেট হামলায় একজন ইসরায়েলি নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতে ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতির ঘোষণা করেছে।
ভোরে গাজা উপত্যকায় সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে অনুপ্রবেশের সময় সারা দেশে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। রকেট হামলার সময় সাইরেন ৩০ মিনিটেরও বেশি স্থায়ী ছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘বেশ কিছু সন্ত্রাসী ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।’
অনলাইনে পোস্ট করা ভিডিওতে আরো দেখা গেছে, ভারি অস্ত্রে সজ্জিত ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের একটি দল কালো পোশাক পরে একটি পিকআপ ট্রাকে সেডরোট এলাকার চারপাশে গাড়ি চালাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, একই জঙ্গিরা গাজা থেকে মাত্র ১.৬ কিলোমিটার (১ মাইল) দূরে শহরের রাস্তায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলিবিনিময় করছে।
ফিলিস্তিনি মিডিয়ায় একটি অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ ইসরায়েলি সেনাকে সশস্ত্র যোদ্ধারা জিম্মি করেছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুল্যান্স সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলায় একজন নিহত হয়েছেন এবং আরো ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কিন্তু দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাশকেলনের একটি হাসপাতাল পরে বলেছে, তারা একাই ৬৮ হতাহতকে চিকিৎসা দিচ্ছে। বিয়ার শেভারের আরেকটি হাসপাতাল বলেছে, ৮০ জন আহত হয়েছে। সূত্র : বিবিসি