নিউইয়র্ক ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হামাসের সঙ্গে লড়াইয়ে আইএসবিরোধী জোটকে চান ম্যাক্রোঁ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৬৯ বার পঠিত

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট। ছবি: রয়টার্স

আর্ন্তজাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ের জন্য ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটকে কাজে লাগানোর জন্য। মঙ্গলবার ইসরায়েল সফরে তিনি এই প্রস্তাব দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কয়েক ডজন দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য নয় ইসরায়েল। ফলে কীভাবে হামাসবিরোধী লড়াইয়ে এই জোটে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে বিস্তারিত বলেননি ফরাসি প্রেসিডেন্ট।

জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদকে দুই দেশের সাধারণ শত্রু হিসেবে মনে করে ফ্রান্স ও ইসরায়েল।ম্যাক্রোঁ বলেন, আইএসবিরোধী আন্তর্জাতিক জোটকে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগাতে প্রস্তুত ফ্রান্স।

আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করে তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দয়া থাকবে না, কিন্তু কোনও আইন ছাড়া নয়।ম্যাক্রোঁর প্রস্তাবের বিষয়ে সরাসরি মন্তব্য করেননি নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, এই লড়াই শয়তান ও মুক্ত বিশ্বের মধ্যে। এই লড়াই শুধু আমাদের নয়, এটি সবার লড়াই।

২০১৪ সালের সেপ্টেম্বরে আইএসবিরোধী লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই আন্তর্জাতিক জোট গড়ে তোলা হয়েছিল। ম্যাক্রোঁর কার্যালয় বলেছে, ফ্রান্সের পরিকল্পনা হলো এই জোট থেকে অনুপ্রাণিত হওয়া। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ও অংশীদারদের সঙ্গে ফ্রান্স থাকতে চায়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হামাসের সঙ্গে লড়াইয়ে আইএসবিরোধী জোটকে চান ম্যাক্রোঁ

প্রকাশের সময় : ০৫:২৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ের জন্য ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটকে কাজে লাগানোর জন্য। মঙ্গলবার ইসরায়েল সফরে তিনি এই প্রস্তাব দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কয়েক ডজন দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য নয় ইসরায়েল। ফলে কীভাবে হামাসবিরোধী লড়াইয়ে এই জোটে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে বিস্তারিত বলেননি ফরাসি প্রেসিডেন্ট।

জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদকে দুই দেশের সাধারণ শত্রু হিসেবে মনে করে ফ্রান্স ও ইসরায়েল।ম্যাক্রোঁ বলেন, আইএসবিরোধী আন্তর্জাতিক জোটকে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগাতে প্রস্তুত ফ্রান্স।

আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করে তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দয়া থাকবে না, কিন্তু কোনও আইন ছাড়া নয়।ম্যাক্রোঁর প্রস্তাবের বিষয়ে সরাসরি মন্তব্য করেননি নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, এই লড়াই শয়তান ও মুক্ত বিশ্বের মধ্যে। এই লড়াই শুধু আমাদের নয়, এটি সবার লড়াই।

২০১৪ সালের সেপ্টেম্বরে আইএসবিরোধী লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই আন্তর্জাতিক জোট গড়ে তোলা হয়েছিল। ম্যাক্রোঁর কার্যালয় বলেছে, ফ্রান্সের পরিকল্পনা হলো এই জোট থেকে অনুপ্রাণিত হওয়া। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ও অংশীদারদের সঙ্গে ফ্রান্স থাকতে চায়।