হাজারো মানুষের বিরুদ্ধে চীন ত্যাগে নিষেধাজ্ঞা
- প্রকাশের সময় : ১২:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ৩৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি এক্সিকিউটিভসহ হাজারো মানুষকে চীন থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে এমন নিষেধাজ্ঞায় থাকা মানুষের সংখ্যা আটগুন বৃদ্ধি পেয়েছে। একটি রিপোর্ট ও গবেষণাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অধিকার বিষয়ক গ্রুপ সেফগার্ড ডিফেন্ডার্সের মতে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে আছেন বিদেশি কিছু এবং চীনা নাগরিকরা।
আলাদাভাবে বার্তা সংস্থা রয়টার্স এক বিশ্লেষণে দেখতে পেয়েছে আদালতে সাম্প্রতিক বছরগুলোতে মামলাও বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশি ব্যবসায়ীদের লবি গ্রুপগুলো। চীন যখন বলছে করোনা ভাইরাস বিধিনিষেধের তিন বছর পর ব্যবসার জন্য উন্মুক্ত, তখন কর্তৃপক্ষের এই উদ্যোগ একটি ভিন্ন বার্তা দিচ্ছে। সেফগার্ড ডিফেন্ডার্স তার রিপোর্টে বলেছে, ২০১২ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট শি জিনপিং। তার পর থেকেই চীন বহির্গমনের নিষেধাজ্ঞার আইনগত প্রেক্ষাপট বৃদ্ধি করেছে এবং তা ব্যবহার করেছে।
আরোও পড়ুন। ফ্রান্সে মে দিবসের বিক্ষোভে সহিংসতা, আহত শতাধিক পুলিশ
কখনো কখনো তা আইনগত বৈধতার বাইরেও করা হচ্ছে। গ্রুপটি তার রিপোর্টে আরও বলেছে, হাজার হাজার চীনা নাগরিকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে। ২০২২ সালের একটি একাডেমিক পেপারকে উদ্ধৃত করে বলা হয়েছে, তারা ১৯৯৫ থেকে ২০১৯ সালের মধ্যে বিদেশিদেরকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ১২৮টি ঘটনায়। এর মধ্যে আছেন ২৯ জন আমেরিকান এবং ৪৪ জন কানাডিয়ান। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে বিরোধ বৃদ্ধি পাওয়ায় এই নিষেধাজ্ঞার দিকে দৃষ্টি দেয়া হয়েছে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা