নিউইয়র্ক ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হত্যার পর পোড়ানো হলো ৩০ জনকে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / ৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কায়াহ প্রদেশে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। শুধু হত্যাই না, হত্যার পর এসব মরদেহ আগুন দিয়েও পুড়িয়ে দেয় দেশটির সামরিক বাহিনী।

শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলের সংঘাতে বিধ্বস্ত কায়াহ প্রদেশে সেনাবাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়াদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং বৃদ্ধরাও।

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, সেনাবাহিনী ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর অজ্ঞাতসংখ্যক ‌অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। এই অস্ত্রধারীরা অন্তত সাতটি গাড়িতে ছিলেন এবং সেনাবাহিনী থামার নির্দেশ দিলেও কর্ণপাত করেনি, এরপরই সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদের গুলি করে হত্যা করা হয়।

কায়াহ প্রদেশের স্থানীয় মানবাধিকার সংস্থা কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ তাদের পক্ষ থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, আমরা মানবাধিকার লঙ্ঘনকারী অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। প্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী ও শিশুসহ আরও কিছু মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থানীয় এক গ্রামবাসী রয়টার্সকে বলেন, শুক্রবার রাতে গোলাগুলির ভয়ে না যেতে পারলেও আজ সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আমি পুড়ে যাওয়া মরদেহ এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশু এবং নারীদের পোশাক দেখেছি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হত্যার পর পোড়ানো হলো ৩০ জনকে

প্রকাশের সময় : ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কায়াহ প্রদেশে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। শুধু হত্যাই না, হত্যার পর এসব মরদেহ আগুন দিয়েও পুড়িয়ে দেয় দেশটির সামরিক বাহিনী।

শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলের সংঘাতে বিধ্বস্ত কায়াহ প্রদেশে সেনাবাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়াদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং বৃদ্ধরাও।

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, সেনাবাহিনী ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর অজ্ঞাতসংখ্যক ‌অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। এই অস্ত্রধারীরা অন্তত সাতটি গাড়িতে ছিলেন এবং সেনাবাহিনী থামার নির্দেশ দিলেও কর্ণপাত করেনি, এরপরই সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদের গুলি করে হত্যা করা হয়।

কায়াহ প্রদেশের স্থানীয় মানবাধিকার সংস্থা কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ তাদের পক্ষ থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, আমরা মানবাধিকার লঙ্ঘনকারী অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। প্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী ও শিশুসহ আরও কিছু মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থানীয় এক গ্রামবাসী রয়টার্সকে বলেন, শুক্রবার রাতে গোলাগুলির ভয়ে না যেতে পারলেও আজ সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আমি পুড়ে যাওয়া মরদেহ এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশু এবং নারীদের পোশাক দেখেছি।