‘স্বেচ্ছায় মৃত্যুবরণ’ করা ইউক্রেনের সেই ১৩ সেনা সুস্থ আছেন!

- প্রকাশের সময় : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ৬০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিয়েছেন ইউক্রেনের ১৩ সেনা কর্মকর্তা। কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্বপালনকালে আত্মসমর্পণে অস্বীকৃতি জানানোয় রাশিয়া বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে। ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর জানিয়েছিল বিশ্বের প্রায় সব গণমাধ্যম।
তবে এ খবরটি সত্য নয়। যে সৈন্যদের মৃত্যুর কথা বলা হয়েছিল তারা সবাই সুস্থ ও জীবিত আছেন।
সোমবার ইউক্রেনের নৌবাহিনী বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানিয়েছে, ওই দ্বীপে থাকা সেনারা রাশিয়ার দুটি হামলা প্রতিহত করে। কিন্তু গোলাবারুদ ফুরিয়ে আসায় তারা আত্মসমর্পণ করে।
তবে বিবৃতিতে জানানো হয়েছে, সেই দ্বীপটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়ার নৌ সেনারা। দ্বীপের লাইট হাউস, এন্টিনা ও বিল্ডিং সবই গুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে রাশিয়ার গণমাধ্যমগুলোতেও ইউক্রেনের সেসব সৈন্যদের দেখানো হয়েছে। তাদের ক্রিমিয়ার সেবাস্তোপোলে আটকে রাখা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি জানিয়েছিলেন, স্নেক আইল্যান্ডে হত্যার শিকার হওয়া সৈন্যদের মরণোত্তর সম্মানে ভূষিত করা হবে। তাদের তিনি দেশের হিরো বলেও উল্লেখ করেছিলেন। তবে এখন সেই ঘটনাটি পুরোপুরি মিথ্যা হিসেবে সামনে এল। সূত্র: সিএনএন
হককথা/এমউএ